Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

ঝড় তুলেছিলেন জস বাটলার। সঙ্গ দিয়েছেন ফিল সল্ট। কোনও উইকেট না হারিয়ে জয় নিশ্চিত ইংল্যান্ডের। ছবি: টুইটার
ঝড় তুলেছিলেন জস বাটলার। সঙ্গ দিয়েছেন ফিল সল্ট। কোনও উইকেট না হারিয়ে জয় নিশ্চিত ইংল্যান্ডের। ছবি: টুইটার
[publishpress_authors_box]

গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কা প্রবলভাবে চেপে ধরেছিল। অস্ট্রেলিয়ার সৌজন্যে কোনোমতে সুপার এইটে জায়গা হয় তাদের। অথচ সেই ইংল্যান্ডই প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল। যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে এখন ফাইনালে যাওয়ার অপেক্ষায় ইংলিশরা।

রবিবার (২৩ জুন) বার্বাডোসের কেনসিংটন ওভালে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নামা আমেরিকানরা ক্রিস জর্ডানের হ্যাটট্রিকে সংগ্রহ বাড়াতে পারেনি। ১৮.৫ ওভারে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে জমা করে ১১৫ রান। এই লক্ষ্য জস বাটলারের ঝড়ে মাত্র ৯.৪ ওভারে টপকে যায় ইংল্যান্ড।

১১৬ রানের লক্ষ্য ইংল্যান্ডের কাছে মনে হয়েছে ডালভাত। অধিনায়ক বাটলার রীতিমতো শাসন করেছেন যুক্তরাষ্ট্রের বোলারদের। ৩৮ বলে ৬ বাউন্ডারি ও ৭ ছক্কায় অপরাজিত ৮৩ রানে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। ফিল সল্ট ২১ বলে ২ বাউন্ডারিতে অপরাজিত থাকেন ২৫ রানে।

সুপার এইটের তিন ম্যাচে দ্বিতীয় জয়ে ইংল্যান্ডের পয়েন্ট এখন ৪। নেট রানরেট প্রায় ২। এক ম্যাচ কম খেলা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট সমান ৪। তবে নেট রানরেটে (+০.৬২৫) পিছিয়ে রয়েছে। তিন নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের ২ ম্যাচে পয়েন্ট ২ (+১.৮১৪)।

বার্বাডোসে আক্ষরিক অর্থেই যুক্তরাষ্ট্রকে নিয়ে খেলেছে ইংল্যান্ড। বোলিংয়ে যেমন আগুন ঝরিয়েছে, তেমনি ব্যাটিংয়ে ছিল বিধ্বংসী। এবারের বিশ্বকাপে চমক দেখিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বড় মঞ্চে যে তাদের আরও অনেক কিছু প্রমাণের প্রয়োজন আছে, সেটি হয়তো ইংল্যান্ডের দাপুটে পারফরম্যান্সের পর স্পষ্ট হয়েছে।

এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন ক্রিস জর্ডান। যুক্তরাষ্ট্রের ইনিংসের লেজ ছেঁটে দেন তিনি। এর আগে নিতিশ কুমারের (২৪ বলে ৩০) ব্যাটে আশা জাগিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তাকে ফেরানোর পর অধিনায়ক অ্যারন জোন্সকে (১০) আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ ইংল্যান্ডের হাতে আনেন আদিল রশিদ। যেকারণে বাটলারের ব্যাটিং-তাণ্ডব কিংবা জর্ডান হ্যাটট্রিক করলেও ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ৪ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট পাওয়া আদিল।

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেছেন কোরে অ্যান্ডারসন। ২১ রান এসেছে হারমিত ‍সিংয়ের ব্যাট থেকে।

সকালে হ্যাটট্রিক করেছেন প্যাট কামিন্স। রাতে একই কীর্তি গড়লেন ক্রিস জর্ডান। টি-টোয়েন্টি বিশ্বকাপ একদিনে দেখল দুই হ্যাটট্রিক।

বাংলাদেশের বিপক্ষে সুপার এইটের আগের ম্যাচে হাটট্রিক করেছিলেন কামিন্স। রবিবার (২৩ জুন) আফগানিস্তানের বিপক্ষেও টানা তিন বলে ৩ উইকেট তুলে নেন অস্ট্রেলিয়ান পেসার। তাতে বিশ্বমঞ্চে বিরল কীর্তি গড়েন তিনি।

কামিন্সের আলো ছড়ানো দিনে জর্ডান ভাসলেন হ্যাটট্রিক আনন্দে। ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে কুড়ি ওভারের বিশ্বকাপে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করলেন তিনি। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে এটি তৃতীয় হ্যাটট্রিকের ঘটনা।

সুপার এইটের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। নিজের সব বারুদ সম্ভবত ইনিংসের ১৯তম ওভারে জমা রেখেছিলেন ডানহাতি পেসার। হ্যাট্রটিকসহ এই ওভারে তার শিকার ৪ উইকেট। আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফারের পর দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ওভারে ৪ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন জর্ডান।

১৯তম ওভারের প্রথম বলে জর্ডান শুরু করেন উইকেট উদযাপন। ফেরান কোরে অ্যান্ডারসনকে। এরপর এক বলের বিরতি দিয়ে আবার উইকেট। ওভারের তৃতীয় বলে আলি খানকে আউট ‍করে হ্যাটট্রিক-পথের শুরু। পরের বলে শিকার নসতুশ কেনজিগে। আর পঞ্চম বলে সৌরভ নেত্রাভালকারকে আউট করে হ্যাটট্রিক আনন্দে মাতেন ইংলিশ পেসার।

অর্থাৎ, ৫ বলে জর্ডানের শিকার ৪ উইকেট। ম্যাচের মোড় পাল্টে দিয়ে ২.৫ ওভারে মাত্র ১০ রান খরচায় তিনি নিয়েছেন ৪ উইকেট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত