রানের পাহাড়ই গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শাই হোপের সেঞ্চুরিতে নর্থ সাউন্ডে খেলা সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তারা করে ৬ উইকেটে ৩২৮ রান। ভারপ্রাপ্ত অধিনায়ক লিয়াম লিভিংস্টোনের সেঞ্চুরিতে সেই রান পাহাড়ও ১৫ বল হাতে রেখে পেরিয়ে যায় ইংল্যান্ড।
৫ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা আনল সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এর চেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড আছে আর একটাই।
শেষ ১০ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ১০০ রান। লিভিংস্টোন ফিফটি করেছিলেন ৬০ বলে। এরপর সেঞ্চুরি করতে খেলেন মাত্র ১৭ বল! ৮৫ বলে ৫ বাউন্ডারি ৯ ছক্কায় বিস্ফোরক ১২৪* রানের ইনিংসে অনভিজ্ঞ দল নিয়ে রোমাঞ্চকর জয় এনে দেন তিনিই। ওয়ানডেতে এটা প্রথম সেঞ্চুরি লিভিংস্টোনের। ঝড়ো ইনিংসটিতে ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
এছাড়া ফিল সল্ট ৫৯, জ্যাকব ব্যাথেল ৫৫ আর স্যাম কারেন খেলেন ৫২ রানের ইনিংস। ম্যাথু ফোর্ড নিয়েছিলেন ৩ উইকেট।
এর আগে শাই হোপের ১২৭ বলে ১১৭ রানের ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজ থামে ৩২৮ রানে। ওয়ানডেতে এটা ১৭তম সেঞ্চুরি হোপের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে যৌথ তৃতীয় ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডও এখন তার।
এছাড়া ক্যাসি ৭১ ও রাদারফোর্ড করেছিলেন ৫৪।ইংল্যান্ডের হয়ে বোলিং করেন ৯ জন! ২টি করে উইকেট জন টার্নার ও আদিল রশিদের। ১-১ সমতা থাকায় ৭ নভেম্বর ব্রিজটাউনের তৃতীয় ওয়ানডেতেই হবে সিরিজের ফয়সালা।