Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

নতুন চেহারার প্রিমিয়ার লিগেও ফেভারিট ম্যান সিটি

234
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে চলছে এখন ম্যানচেস্টার সিটি যুগ। ২০১৭-২০১৮ মৌসুম থেকে পেপ গার্দিওলার হাত ধরে ছয়বার লিগ জিতেছে তারা। ২০২২-২৩ মৌসুমে জিতেছে ট্রেবলও। আর ২০২০-২১ মৌসুম থেকে প্রিমিয়ার লিগ জিতেছে টানা পাঁচবার। সেই ম্যানসিটি কী পারবে আজ থেকে শুরু হতে যাওয়া আরও একটা প্রিমিয়ার লিগ জিততে? কারণ এবারের লিগে পরিবর্তন আসছে বেশ কিছু। সেগুলোই জানা যাক আগে।

নতুন মৌসুম নতুন চেহারা

প্রিমিয়ার লিগে এবারই প্রথম দেখা যাবে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিয়ে ত্রিমাত্রিক অফসাইড লাইন আঁকা হবে ম্যাচগুলোতে।  ২০২২ বিশ্বকাপ আর ২০২৪ ইউরোতে ব্যবহৃত হয়েছে এই প্রযুক্তি, তাতে অন্তত ৩০ সেকেন্ড আগে জানা যায় অফসাইডের সিদ্ধান্ত।

প্রিমিয়ার লিগকে আরও উন্নত ও ক্লাবগুলোকে টিকিয়ে রাখতে কঠোরভাবে আর্থিক সংগতি নীতি প্রয়োগ করা হবে। বর্তমান আর্থিক নীতির শেষ বছর এটা। ক্লাবগুলো খেলোয়াড়দের পেছনে খরচ করতে পারবে মোট আয়ের ৮৫ শতাংশ। এছাড়া ‘টপ টু বটম অ্যাঙ্করিং’-এ প্রাইজমানি আর টিভি স্বত্ব থেকে পাওয়া অর্থের অনুপাতে খরচ করতে পারবে ক্লাবগুলো।

কোচ বদল

২০১৫ সাল থেকে লিভারপুলের কোচ ছিলেন ইয়ুর্গেন ক্লপ। গত মৌসুমে দায়িত্ব ছাড়ায় তার চেয়ারে বসেছেন আর্নে স্লট। বড় দলগুলোর মধ্যে চেলসির নতুন কোচ হয়েছেন এনজো মারেসকা, ওয়েস্টহামের কোচ হয়েছেন ইউলিয়ান লোপেতেগি। চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ারে উঠে এসেছে  লেস্টার সিটি, ইপসউইচ টাউন ও সাউদাম্পটন। কোচ বদল হয়েছে তিন দলেরই! সাউদাম্পটনের রাসেল মার্টিন ও ইপসউইচের কিয়েরান ম্যাকেনার আবার লিগে কোচিংয়ের অভিজ্ঞতাই নেই!

আজ উদ্বোধনী দিনে ফুলহামের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যানইউর কোচ এরিক টেন হাগও হারাতে পারতেন চাকরি। এফএ কাপ ফাইনালে ম্যানসিটিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতায় টিকে যান তিনি।

সুপার কম্পিউটারের ফেবারিট

পরিসংখ্যান ও তথ্যভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার জানিয়েছে, ২০২৪–২৫ মৌসুমেও ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা ৮২.২০ শতাংশ। দ্বিতীয়স্থানে থাকা আর্সেনালের সুযোগ ১২.২০ শতাংশ। এছাড়া লিভরপুলের ৫.১০ শতাংশ, চেলসির ০.২০ শতাংশ, নিউক্যাসলের ০.১০ শতাংশ। অন্য ১৫টি দলের সম্ভাবনা ০.২০ শতাংশ।

দলবদল

ম্যাথিয়াস ডি লিখট এবার বায়ার্ন মিউনিখ থেকে যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তবে রাফায়েল ভারানে, অ্যান্থনি মার্শিয়ালসহ ১৪জনকে ছেড়ে দিয়েছে তারা! ম্যানচেস্টার সিটি রেকর্ড দামে হুলিয়ান আলভারেজকে বিক্রি করেছে আতলেতিকোর কাছে। সেই তুলনায় বড় নামের কোনো তারকা কিনেনি দলগুলো।

তারপরও ট্রান্সফারমার্কেট ওয়েবসাইটের হিসাবে ২০ ক্লাবের দলবদলের খরচ ছাড়িয়ে গেছে লা লিগা, সিরি ‘এ’ আর বুন্দেসলিগার দলগুলোর সম্মিলিত খরচের সমান! ৮৩ মিলিয়ন ডলারে বোর্নমাউথ থেকে ডমিনিক সোলাঙ্কির টটেনহামে যাওয়াটা এ পর্যন্ত সবচেয়ে খরুচে দলবদল।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত