Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

কমল বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি

Botanical Garden
[publishpress_authors_box]

কমানো হয়েছে ঢাকার মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি। নতুন নির্দেশনায় ১২ বছরের বেশি বয়সী দর্শনার্থীদের জনপ্রতি প্রবেশ ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৩০ টাকা করা হয়েছে।

আর ৬-১২ বছর বয়সীদের প্রবেশ ফি ৫০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ১৫ টাকা। আর ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের কোনও ফি দেওয়া লাগবে না।   

বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।  

এ বছরের ২১ এপ্রিল বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি পাঁচ গুণ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বিগত আওয়ামী লীগ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

আগে যেখানে ১২ বছরের বেশি বয়সী দর্শনার্থীদের জনপ্রতি ২০ টাকা দেওয়া লাগত, সেখানে তা বাড়িয়ে ১০০ টাকা করা হয়। এনিয়ে সেসময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় নাগরিক সমাজ।

তাদের প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি পুনরায় নির্ধারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এর পরিপ্রেক্ষিতে নতুন নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাওয়া ১০০ জন পর্যন্ত শিক্ষার্থীর জন্য দলগত ফি ১ হাজার টাকা, ১০১-২০০ জন পর্যন্ত দলগত ফি দেড় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা বা সমপরিমাণ ডলার।

এছাড়া উদ্যানে প্রাতঃভ্রমণের জন্য একজন ব্যক্তিকে বার্ষিক প্রবেশ কার্ড ফি ৫০০ টাকা দেওয়ার কথা নতুন প্রজ্ঞাপনে বলা হয়।

এতে বলা হয়, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত এবং এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বার্ষিক প্রবেশ কার্ডধারীরা বোটানিক্যাল গার্ডেনে প্রাতঃভ্রমণ করতে পারবেন।

কার্ড হারালে বা নবায়নের জন্য ২০০ টাকা ফি দিয়ে নতুন কার্ড করে নিতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত