বাংলাদেশ বিশ্বকাপে খেলে না। তবে আর্জেন্টিনা আর ব্রাজিলকে ঘিরে ঠিকই উন্মাদনায় মাতেন ভক্তরা। গত বিশ্বকাপে এটা ভালোভাবেই নজরে আসে আর্জেন্টাইনদের। মেসিদের খেলার সময় ঢাকা, চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বড় পর্দায় হাজার হাজার মানুষের খেলা উপভোগ করাটা আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তখন থেকেই বাংলাদেশের ওপর নজর রাখেন আর্জেন্টিনার তারকা এনসো ফের্নান্দেস। ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করার পর বাংলাদেশি সমর্থকদের প্রতি তাই আরও একবার কৃতজ্ঞতা জানালেন একটি গোল আর অ্যাসিস্ট করা এই তারকা। ম্যাচ শেষে ফের্নান্দেসের ভেরিফায়েড ফেইসবুক পেজ থেকে লেখা হয়, ‘‘ধন্যবাদ বাংলাদেশ। অবিশ্বাস্য সমর্থন ও বার্তাগুলোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয় আপনাদেরও।’’
গত বছর জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করেছিলেন ফের্নান্দেস লিখেছিলেন,‘‘ বাংলাদেশের আমার সব ভক্তকে বলছি, আমি তোমাদের কথা শুনছি, তোমাদের জন্য প্রার্থনা করছি।’’
ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করার পর আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বললেন, ‘‘দলীয় জয় এটা। দল হিসেবে খেলেছি বলেই ব্রাজিলকে হারাতে পেরেছি। তবে এটাই সেরা জয় কি না, সেটা বলতে পারছি না।’’
Enzo Fernandez vs. Brazil
— 天蝎座 (@UtdEIIis) March 26, 2025
1 goal
1 assist
100% dribble success rate
68 touches
48/52 accurate passes
2 key passes
2 big chances created
2/2 crosses completed
1/2 long balls completed
7/11 ground duels won
Fouled 4 times
2 tackles
Only loss possession 7 timez
Masterclass. 🪄 pic.twitter.com/MPI7e56K5t
এমন হারের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন চাপে থাকা ব্রাজিলিয়ান কোচ দোরিভাল জুনিয়র। তিনি বললেন, ‘‘সব দায় আমার। ক্ষমা চাচ্ছি। স্বীকার করতেই হবে, আমাদের বিধ্বস্ত করে ওরা যোগ্য দল হিসেবেই জিতেছে। তবে আমরা ঘুরে দাঁড়ানোর পথ বের করতে পারব।’’