মাঠে নামলেই রেকর্ড গড়ছিলেন আর্লিং হলান্ড। গত কিছুদিন চোটসমস্যা ও গোল মিসের মহড়ায় রেকর্ড থেকে কিছুটা দূরে সরে গিয়েছিলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। চেলসির বিপক্ষেই যেমন একের পর এক গোল মিস করেছেন। সেই হতাশা কাটিয়ে গোল করতেই নতুন আরেকটি রেকর্ড গড়লেন হলান্ড।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ১-০ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে। ঘরের মাঠে কষ্টার্জিত জয়ে গোল করেছেন হলান্ড। ব্রেন্টফোর্ডের কড়া রক্ষণের তালা ভেঙে ৭১ মিনিটে জয়সূচক গোল করেন এই স্ট্রাইকার। এতে একটা বৃত্ত পূরণ হলো তার। প্রিমিয়ার লিগে মুখোমুখি সব দলের বিপক্ষে গোল করার কীর্তি গড়েছেন নরওয়েজিয়ান তারকা।
তাতে একুশে একুশ হলো হলান্ডের। ম্যান সিটির জার্সিতে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ২১টি দলের বিপক্ষে মাঠে নেমেছেন তিনি। ব্রেন্টফোর্ডের জালে বল জড়াতেই এদের প্রত্যেকের বিপক্ষে অন্তত একবার করে গোল করলেন এই তারকা স্ট্রাইকার।
হলান্ডের সামনে থাকলেন শুধু হ্যারি কেইন। সাবেক টটেনহাম ফরোয়ার্ড প্রিমিয়ার লিগের ৩২টি দলের মুখোমুখি হয়েছেন। এই ৩২ দলের প্রত্যেকের বিপক্ষে গোল করার রেকর্ড তার। তার পরেই এখনও হলান্ডের একুশে একুশ। সাবেক বরুসিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার প্রিমিয়ার লিগে এই কীর্তি গড়লেন মাত্র দুই মৌসুমে।
প্রিমিয়ার লিগে হলান্ডের প্রিয় প্রতিপক্ষ
ম্যানচেস্টার ইউনাইটেড ও ফুলহাম প্রিমিয়ার লিগে হলান্ডের ‘প্রিয়’ প্রতিপক্ষ। এই দল দুটির বিপক্ষে তিনবার করে মাঠে নেমেছেন, গোল করেছেন ৫টি করে। এরপরই রয়েছে ওয়েস্ট হাম, উলভারহ্যাম্পটন ও এভারটন। এই তিন দলের বিপক্ষে খেলেছেন চারটি করে ম্যাচ। গোল করেছেন চারটি করে।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে এবার দিয়ে তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিলেন হলাল্ড। আগের দুই সাক্ষাতে এই স্ট্রাইকারে আটকে রাখতে পেরেছিল তারা। তবে মঙ্গলবার আর হয়নি।
কোন দলের বিপক্ষে কত গোল হলান্ডের
• ওয়েস্টহাম- ৩ ম্যাচে ৪ গোল
• নিউক্যাসল- ৩ ম্যাচে ১ গোল
• ক্রিস্টাল প্যালেস- ২ ম্যাচে ৪ গোল
• নটিংহাম ফরেস্ট- ৩ ম্যাচে ৪ গোল
• অ্যাস্টন ভিলা- ৩ ম্যাচে ১ গোল
• উলভারহ্যাম্পটন- ৩ ম্যাচে ৪ গোল
• ম্যানচেস্টার ইউনাইটেড- ৩ ম্যাচে ৫ গোল
• সাউদাম্পটন- ২ ম্যাচে ৩ গোল
• ব্রাইটন- ৩ ম্যাচে ৩ গোল
• ফুলহাম- ৩ ম্যাচে ৫ গোল
• লিডস ইউনাইটেড- ২ ম্যাচে ২ গোল
• এভারটন- ৩ ম্যাচে ৪ গোল
• টটেনহাম- ৩ ম্যাচে ১ গোল
• আর্সেনাল- ৩ ম্যাচে ২ গোল
• বোর্নমাউথ- ৩ ম্যাচে ১ গোল
• লিস্টার সিটি- ১ ম্যাচে ২ গোল
• বার্নলি- ২ ম্যাচে ২ গোল
• শেফিল্ড ইউনাইটেড- ১ ম্যাচে ১ গোল
• চেলসি- ৪ ম্যাচে ২ গোল
• লিভারপুল- ২ ম্যাচে ১ গোল
• ব্রেন্টফোর্ড- ৩ ম্যাচে ১ গোল