Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মেসি-রোনালদোর ছায়া হলান্ডে দেখছেন গার্দিওলা

১০০ ম্যাচে ৯১তম গোল হলান্ডের। ছবি : এক্স
১০০ ম্যাচে ৯১তম গোল হলান্ডের। ছবি : এক্স
[publishpress_authors_box]

চেলসি ০ : ২ ম্যানসিটি

আরেকটা ম্যাচ, আরেকটা রেকর্ড আর্লিং হলান্ডের। ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর টানা তিন মৌসুম লিগে প্রথম গোলটা করলেন তিনি। স্টামফোর্ড ব্রিজে চেলসিকে ২-০ গোলে হারিয়ে নতুন মৌসুমও শুরু করল ম্যানচেস্টার সিটি।

বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর হলান্ড খেললেন ১০০তম ম্যাচ। শততম ম্যাচটা তিনি রাঙিয়েছেন গোল করে। ১০০ ম্যাচে হলান্ডের গোল ৯১টি। এমন পরিসংখ্যানকে কোচ পেপ গার্দিওলা মেলালেন লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে, ‘‘এগুলো হচ্ছে মেসি-রোনালদোর সংখ্যা। ওরা গত এক দশক নিয়ন্ত্রণ করেছে। সংখ্যার হিসাব করলে এটা একটা মানদন্ড। জানি না ও কীভাবে ১০০ ম্যাচে ৯১ গোল করল, এই দেশের প্রিমিয়ার লিগে এটা অবিশ্বাস্য।’’

১৮তম মিনিটে গোলটি করেন হলান্ড। বাঁ প্রান্ত থেকে জেরেমি ডোকুর বাড়ানো পাস বের্নার্দো সিলভার পা ঘুরে যায় হলান্ডের কাছে। লেভি কোলউইল ও মার্ক কুকুরেয়াকে ছিটকে ফেলার পর গোলরক্ষক রবার্ত সানচেজকে বোকা বানিয়ে বল জালে জড়ান তিনি। সিলভা অফসাইড ছিলেন না-ভিএআর নিশ্চিত করতেই উল্লাসে ফেটে পরেন হলান্ড।

প্রিমিয়ার লিগে ৬৭ ম্যাচে এটা তার ৬৪তম গোল। প্রিমিয়ার লিগে অভিষেকের পর এত কম সময়ে এত বেশি গোল নেই আর কারও। প্রতি ৮৫ মিনিটে লিগে একটা করে গোল করেছেন তিনি, সেটাও রেকর্ড।

বিরতির আগে চেলসির জ্যাকসন গোল করলেও ভিএআরে বাতিল হয় সেটা। ৬৫ মিনিটে ম্যানসিটির নিকো লুইসের গোলও বাতিল করে ভিএআর। ৮৫ মিনিটে ২৫ গজ দূর থেকে করা মাতেও কোভাচিচের গোলে ২-০ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

গত মৌসুমে একই মাঠে ৪-৪ গোলে ড্র করেছিল দুই দল। ফিরতি লেগও ড্র হয়েছিল ১-১ গোলে। তবে এবার সহজ জয়ে মৌসুম শুরু করল ম্যানসিটি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত