Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বেড়াতে গেলে কোন ৪টি গ্যাজেট নিতে হবে

Daily images-budget-060624 - 2
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

বেড়াতে যাওয়া মানে শুধু জামা-কাপড় নয়, মোবাইল, ক্যামেরা,স্মার্টওয়াচ এমনকি ল্যাপটপও এখন আবশ্যিক সঙ্গী। জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে প্রযুক্তি, তাই ভ্রমণে দরকারি কিছু গ্যাজেটও রাখতে হবে সঙ্গে। দেশ-বিদেশ যেখানেই যান না কেন, কিছু গ্যাজেট সঙ্গে থাকলে ভ্রমণ হবে আরও সহজ ও আরামদায়ক।


হাইব্রিড ওয়াল চার্জার

ফোন হোক বা ক্যামেরার ব্যাটারি—চার্জ দেওয়া তো জরুরি। কিন্তু ভ্রমণের সময় সব হোটেলে একাধিক প্লাগ পয়েন্ট না-ও থাকতে পারে। এই সময় কাজে লাগবে হাইব্রিড ওয়াল চার্জার। এটি এমন এক ধরনের টু-ইন-ওয়ান চার্জার, যা একবার প্লাগে লাগিয়ে একসঙ্গে দু’টি, কোন কোন ক্ষেত্রে তিনটি গ্যাজেট দ্রুত চার্জ করতে পারে। আর ফ্লাইটে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কোনও সমস্যায় পড়তে হবে না।


পাওয়ার ব্যাংক

রাস্তাঘাটে মোবাইল চার্জ রাখতে পাওয়ার ব্যাংক একদম অপরিহার্য। যদি আপনার কাছে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ার ব্যাংক থাকে, তাহলে লম্বা যাত্রাতেও চিন্তা থাকবে না। এমন জায়গায় গেলে, যেখানে বিদ্যুৎ নেই বা দীর্ঘক্ষণ বিদ্যুৎ পাওয়া যায় না, পাওয়ার ব্যাংক কাজে আসবে। বিশেষ করে বর্ষার সময় যদি পাহাড়ি এলাকায় যান, পাওয়ার ব্যাংক নিতে ভুলবেন না—এই ছোট্ট গ্যাজেটটি বড় রকমের ঝামেলা থেকে বাঁচাতে পারে।

ইউনিভার্সাল সকেট ট্রাভেল অ্যাডাপ্টার

যদি বিদেশে ভ্রমণ করতে যান, তাহলে একটি ইউনিভার্সাল সকেট ট্রাভেল অ্যাডাপ্টার সঙ্গে রাখা ভীষণ জরুরি। এই ছোট্ট অ্যাডাপ্টারে বিভিন্ন ধরনের প্লাগ এবং পোর্ট থাকে, যা দিয়ে একসঙ্গে ফোন, ক্যামেরার ব্যাটারি এবং পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া যায়। ভ্রমণের সময় সব কিছু চার্জ রাখতে এটি আপনার সেরা সঙ্গী হয়ে উঠবে।

সেভেন-ইন-ওয়ান মাল্টিপোর্ট অ্যাডাপ্টার

একটি সেভেন-ইন-ওয়ান মাল্টিপোর্ট অ্যাডাপ্টার সঙ্গে থাকলে অনেক সুবিধা হয়, বিশেষ করে ভ্লগারদের জন্য। কাজের জন্য ক্যামেরা বা ল্যাপটপ সঙ্গে নিয়ে যারা ঘুরে বেড়ান, তাদের জন্য এটি একদম পারফেক্ট। এতে ইউএসবি সি পোর্ট, এসডি কার্ড রিডার, ইউএসবি এ এবং সি ডেটা পোর্টসহ একাধিক সুবিধা রয়েছে। সহজেই ল্যাপটপে চার্জ দেওয়া, ডেটা স্থানান্তরসহ আরও অনেক কাজ দ্রুত করতে পারবেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত