কোপা আমেরিকার ব্যর্থতা শেষে এবার বিশ্বকাপ বাছাইপর্বের অভিযানে ব্রাজিল। পয়েন্ট তালিকায় ছয়ে থাকা ব্রাজিল ৬ সেপ্টেম্বর ইকুয়েডর আর এর চার দিন পর খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। ম্যাচ দুটির জন্য কোচ দোরিভাল জুনিয়র ডেকেছেন ‘মেসিনিয়ো’ বা ছোট মেসি খ্যাত এস্তেভো উইলিয়ানকে।
পালমেইরাসের একাডেমি থেকে উঠে আসা ১৭ বছরের এস্তেভো গত মৌসুমে ব্রাজিলিয়ান লিগের ১৯ ম্যাচে গোল করেছেন ৫টি, অ্যাসিস্ট ৫টি। ড্রিবলিং আর ফিনিশিংয়ে মুগ্ধ হয়ে তাকে কিনতে চেয়েছিল ইউরোপের নামি অনেক ক্লাব। শেষ পর্যন্ত জয়ী চেলসি। বয়স ১৮ বছর হওয়ার পর আগামী মৌসুমে চেলসিতে যোগ দিবেন ছোট মেসি।
এছাড়া ব্রাজিলিয়ান দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদের চার জন-ভিনিসিয়ুস জুনিয়র, রোদ্রিগো, এদের মিলিতাও ও এনদ্রিক। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী উইঙ্গার লুইস এইহিক। বাদ পড়েছেন বার্সেলোনার রাফিনিয়া। আর্সেনাল ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লিও ডাক পাননি দোরিভালের।
লাতিন অঞ্চলে ৬ ম্যাচে দুই জয়, এক ড্র ও তিন হারে ৭ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে ছয় নম্বরে আছে ব্রাজিল।
স্কোয়াড
গোলরক্ষক : আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), বেন্তো (আল নাসর)
ডিফেন্ডার : দানিলো (জুভেন্তুস), ইয়ান কুতো (বরুশিয়া ডর্টমুন্ড), গিলেরমো আরানা (আতলেতিকো-এমজি), ওয়েন্দেল (পোর্তো), বেরাল্দো (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল মাগালেস (আর্সেনাল), মার্কিনিয়োস (পিএসজি)
মিডফিল্ডার : আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গিমারেস (নিউক্যাসল ইউনাইটেড), গের্সন (ফ্লামেঙ্গো), জোয়াও গোমেস (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম ইউনাইটেড)
ফরোয়ার্ড : এনদ্রিক (রিয়াল মাদ্রিদ), এস্তেভো উইলিয়ান (পালমেইরাস), লুইস এইহিক (বোটাফোগো), পেদ্রো (ফ্লামেঙ্গো), রোদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ) ও সাভিনিয়ো (ম্যানচেস্টার সিটি)।