টি-টোয়েন্টির সবচেয়ে বড় আয়োজন বিশ্বকাপ চলছে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে। এর মাঝেই মুখোমুখি হয়েছিল এস্তোনিয়া ও সাইপ্রাস। আজ সোমবার সেই ম্যাচে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন এস্তোনিয়ার ভারতীয় বংশোদ্ভূত ব্যাটার সাহিল চৌহান।
এ বছরের ফেব্রুয়ারিতে নামিবিয়ার ব্যাটার লফটি ইটন নেপালের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন ৩৩ বলে। সেই রেকর্ড টিকল না চার মাসও। শুধু আন্তর্জাতিক নয়, স্বীকৃত টি-টোয়েন্টিতেও সাহিল চৌহানের ২৭ বলে সেঞ্চুরি দ্রুততম।
৩০ বলে সেঞ্চুরি করে এত দিন রেকর্ডটার মালিক ছিলেন ক্রিস গেইল। ২০১৩ সালের আইপিএলে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। সেবার বেঙ্গালুরুর হয়ে পুনের বিপক্ষে বিস্ফোরক ইনিংসটা খেলেছিলেন গেইল।
৪১ বলে ১৪৪ রানের ইনিংসটিতে ১৮টি ছক্কা মেরেছেন চৌহান। এটা টি-টোয়েন্টির এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। ৩২ বছর বয়সী এই ব্যাটার ভেঙেছেন হজরতউল্লাহ জাজাই ও ফিন অ্যালেনের ১৬ ছক্কার রেকর্ড।