Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

ইউরোর সবচেয়ে দামি ইংল্যান্ড-ফ্রান্স

tttt
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

ইউরো কড়া নাড়ছে দরজায়। ইউরোপের মর্যাদার ক্লাবগুলোতে খেলা তারকাদের নিয়ে সম্ভাব্য সেরা দলই ঘোষণা করেছেন ২৪ দলের কোচ। অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে দামি কারা? এই গবেষণাই করেছে ‘ফ্লাশস্কোর’। তাদের হিসেবে দলবদলের বাজার বিবেচনা করে সবচেয়ে দামি জাতীয় দল ইংল্যান্ড।

ইংল্যান্ডের খেলোয়াড়দের সম্মিলিত বাজারমূল্য ১ হাজার ২১৭ মিলিয়ন পাউন্ড। দলের সবচেয়ে দামি তারকা জুড বেলিংহামের দাম ১৬৫ মিলিয়ন পাউন্ড। মানে রিয়াল মাদ্রিদ এই সময়ে লা লিগার সেরা খেলোয়াড়টিকে বিক্রি করলে পাবে ১৬৫ মিলিয়ন পাউন্ড।

ইংল্যান্ড সবচেয়ে দামি দল হলেও বেলিংহাম সবচেয়ে দামি ফুটবলার নন। রিয়াল মাদ্রিদে কিছুদিন আগে যোগ দেওয়া কিলিয়ান এমবাপ্পে বর্তমান বাজার মূল্যে সবচেয়ে দামি। তাকে কিনতে হলে অন্য ক্লাবগুলোকে গুণতে হবে ১৭০ মিলিয়ন পাউন্ড। আর ১ হাজার ৭৩ মিলিয়ন পাউন্ড দাম নিয়ে এবারের ইউরোর দ্বিতীয় দামি দল এমবাপ্পের ফ্রান্স।

এছাড়া ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালের দাম ৮৯৮ মিলিয়ন পাউন্ড, স্পেনের ৭৮৪ মিলিয়ন পাউন্ড ও নেদারল্যান্ডসের ৬৮৬ মিলিয়ন পাউন্ড।

২৪ দলের মধ্যে সবচেয়ে কম দামি আলবেনিয়া ও রোমানিয়া। আলবেনিয়ার খেলোয়াড়দের দাম ৯২ মিলিয়ন পাউন্ড আর রোমানিয়ার ৭৪ মিলিয়ন পাউন্ড।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত