এবারের ইউরোর আয়োজক জার্মানি। সেরা ছন্দে না থাকলেও স্বাগতিক হিসেবে অন্যতম ফেভারিট তারা। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলনে দেখা গেল অন্য রূপ। আন্টোনিও রুডিগার ও নিকলাস ফুলক্রুগ করলেন ধাক্কাধাক্কি!
কদিন আড়ে ডর্টমুন্ডের হয়ে রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলেছেন ফুলক্রগ। সেখানে তার বাঁধার দেয়াল হয়েছিলেন রুডিগার। অনুশীলনেও ফুলক্রুগকে ফাউল করে বসেন রুডিগার। মেজাজ হারিয়ে উঁচু গলায় কথা বলেন দুজন।
এরপর ধাক্কাও দেন একে অপরকে। তবে অনুশীলন শেষে গলা জড়িয়ে হাসতে হাসতে মাঠ ছাড়তে দেখা গেছে দুজনকে। ইউরো শেষে বিদায় নিতে যাওয়া টনি ক্রুস এ নিয়ে মজা করেই বলেছেন, ‘‘এটা ভালো তো!’’
এদিকে ইউরোর জন্য শুক্রবার ওয়েস্টফালিয়ায় অনুশীলন করবেন পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদোরা। অনুশীলন দেখার ৬০০০ ফ্রি টিকিট শেষ হয়ে যায় নিমিষে। এরপর কিছু টিকিট বিক্রি করা হয় অনলাইনে। তাতে দাম উঠে যায় ৮০০ ইউরো পর্যন্ত!