Beta
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

ইউরো-কোপার সেমিফাইনাল কবে কখন

rrrrrrrrrrr
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

গ্রুপ পর্বের উত্তেজনা শেষ হয়েছে আগেই। ইউরো আর কোপা আমেরিকায় চলছে নকআউটের মহারণ। সেটাও শেষের পথে। দুটি টুর্নামেন্টেরই কোয়ার্টার ফাইনাল শেষ, এখন অপেক্ষা সেইমফাইনালের।

ব্রাজিলের বিদায়ে কিছুটা বিবর্ণ কোপা। তবে যোগ্য দল হিসেবেই সেমিফাইনালে উরুগুয়ে। শেষ চারের ম্যাচটিতে ১১ জুলাই সকাল ৬টায় তারা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। অপর সেমিফাইনালে ১০ জুলাই সকাল ৬টায়  আর্জেন্টিনা মুখোমুখি ভেনেজুয়েলার।

ইউরোয় ৯ জুলাই দিবাগত রাত ১টায় ফ্রান্স খেলবে স্পেনের সঙ্গে। আর ১০ জুলাই রাত ১টায় নেদারল্যান্ডস মুখোমুখি হবে ইংল্যান্ডের।

ইউরোর ফাইনাল ১৪ জুলাই রাত ১টায়। কোপার ফাইনাল ১৫ জুলাই সকাল ৬টায়

ইউরোর সেমিফাইনাল

তারিখ           ম্যাচ                        সময়

৯ জুলাই         ফ্রান্স-স্পেন               রাত ১টা

১০ জুলাই       নেদারল্যান্ডস-ইংল্যান্ড রাত ১টা

কোপার সেমিফাইনাল

তারিখ           ম্যাচ                                  সময়

১০ জুলাই       আর্জেন্টিনা-ভেনেজুয়েলা       সকাল ৬টা

১১ জুলাই       উরুগুয়ে-কলম্বিয়া                সকাল ৬টা

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত