Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

ইউরো-কোপা শেষে ব্যালন ডি’আরের অঙ্ক

্ট
[publishpress_authors_box]

ভিনিসিয়ুস জুনিয়র আর জুড বেলিংহামই ছিলেন ব্যালন ডি’অরের ফেবারিট। ইউরো ও কোপার ফাইনাল শেষে বদলে গেছে অঙ্কটা। ইউরোর টুর্নামেন্ট সেরা রদ্রি এখন হট ফেবারিট।

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিং-এ ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট ‘গোলডটকম’ এক নম্বরে রেখেছে রদ্রিকেই। দুইয়ে আছেন ভিনিসিয়ুস, তিনে বেলিংহাম, চারে দানি কারভাহাল আর পাঁচে কোপার সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্তিনেজ।

ফুটবলের আরেক জনপ্রিয় ওয়েবসাইট ‘ব্লিচাররিপোর্ট’-এ এক নম্বরে রদ্রি। তাদের হিসেবে দুইয়ে বেলিংহাম, তিনে ভিনিসিয়ুস, চারে দানি কারভাহাল আর পাঁচে লিওনেল মেসি।

স্প্যানিশ দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’ কোপা ফাইনাল শেষে ব্যালন ডি’অরের সম্ভাব্য জয়ীদের নিয়ে পাঠকের ভোট আয়োজন করে। সেখানে ৫২.২৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রদ্রি, দুইয়ে থাকা কারভাহাল পেয়েছেন ১১.৫৪ শতাংশ ভোট। ভিনিসিয়ুসের ভোট ৯.৭৪ শতাংশ।

এখনও অবশ্য বাজিকরদের হিসেবে এগিয়ে ভিনিসিয়ুস। একটি বাজির সাইটে তার রেট ২.১৯, দুইয়ে থাকা রদ্রির ২.৯৪ আর তিনে থাকা বেলিংহামের ৫.২৫।

মাদ্রিদের রাস্তায় ইউরোজয়ীদের উদযাপন।

ইউরো ফাইনাল শেষে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছিলেন, ‘‘ব্যালন ডি’অর এখনই রদ্রিকে দিয়ে দেওয়া উচিত।’’ আর রদ্রি নিজে বলেছেন, ‘‘অনেকেই এটার দাবিদার। আমি মনে করি স্পেনের যে কারও এটা প্রাপ্য, যেমন দানি কারভাহাল।’’

এদিকে ইউরো শেষে দেশে ফিরেছেন স্প্যাসিশ ফুটবলাররা। মাদ্রিদের রাস্তায় প্রায় ৫০ লাখ মানুষ স্বাগত জানিয়েছেন ছাদখোলা বাসে থাকা খেলোয়াড়দের। দেশটির রাজার সঙ্গে দেখাও করেছেন খেলোয়াড়রা।

 অধিনায়ক আলভারো মোরাতা উৎসব শেষে বলেছেন, ‘‘এই দলকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। কখনও গোল করতে পেরেছি, কখনও পারিনি। তবে দলকে চ্যাম্পিয়ন করতে সেরাটাই খেলেছি।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত