Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে রুখে দিল আলবেনিয়া

ৃদ
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

ক্রোয়েশিয়া ২ : ২ আলবেনিয়া

শুরুতেই পিছিয়ে পড়েছিল ক্রোয়েশিয়া। প্রত্যাবর্তনের গল্প লিখে ম্যাচে ফিরেও আসে লুকা মদরিচের দল। আলবেনিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় থেকে কেবল ২ মিনিট দূরত্বে ছিল তারা। কিন্তু ইনজুরি টাইমের পঞ্চম মিনিটের গোলে হামবুর্গে আজ (বুধবার) ‘বি’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়। ধারাভাষ্যকার বলছিলেন, ‘‘সম্ভব হলে ওদের আরও ৪৫ মিনিট বাড়িয়ে দিতাম আমি!’’

১১ মিনিটে কাজিম লাচি এগিয়ে নেন আলবেনিয়াকে। লিডটা ৭৩ মিনিট পর্যন্ত ধরে রাখে তারা। আন্দ্রে ক্রামারিচ সমতা ফেরান ৭৪ মিনিটে। দুই মিনিট পর ক্লাউসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ক্লাউস গাসুলার গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া। ইউরোর পরের রাউন্ডের জন্য শেষ ম্যাচে ইতালিকে হারাতেই হবে পয়েন্ট তালিকার তলানিতে থাকা ক্রোয়েশিয়াকে। নইলে গ্রুপ থেকে বিদায়ের বেদনা নিয়ে শেষ হতে পারে মদরিচের আন্তর্জাতিক ক্যারিয়ার।

আলবেনিয়ার বিপক্ষে ক্রোয়েশিয়ার খেলোয়াড়দের গড় বয়স ছিল ৩০ বছর এক দিন। মর্যাদার টুর্নামেন্টে এটা তাদের দ্বিতীয় বয়সী একাদশ। ১৯৯৮ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৩০ বছর ১২৬ দিন গড় বয়সের দল নিয়ে নেমেছিল তারা।

তারপরও ৬৭.১ শতাংশ বলের দখল নিয়ে খেলে পোস্টে ২২টা শট নিয়েছিল ক্রোয়েশিয়া, লক্ষ্যে ছিল ১০টি। তবে বিরতির আগে কোনও শট লক্ষ্যে রাখতে পারেনি তারা। ম্যাচ জুড়ে আলবেনিয়ার পোস্টে নেওয়া ১৫ শটের ৭টি ছিল লক্ষ্যে।

১১ মিনিটে জাসির আসানির ক্রসে বক্সে দুই ডিফেন্ডারের মাঝে থাকা কাজিম লাচির হেড জালে জড়ালে এগিয়ে যায় আলবেনিয়া।   

৭৪ মিনিটে বুদিমিরের পাস ধরে আন্দ্রে ক্রামারিচের নিচু শট জালে জড়ালে সমতা ফিরে ম্যাচে। আজ তার জন্মদিন। ইউরোর মূলপর্বে নিজের জন্মদিনে গোল করা তৃতীয় খেলোয়াড় এখন তিনি। পাশে বসেছেন ফ্রান্সের জ্যঁ ফ্রাঁসোয়া ডোমার্গ (১৯৮৪ ইউরো) ও নেদারল্যান্ডসের ওয়েসলি স্নাইডারের (২০০৮ ইউরো)।

৭৬ মিনিটে পালাসিচের কাটব্যাকে নেওয়া সুসিচের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে প্রতিহত হওয়ার পর মিডফিল্ডার ক্লাউসের পায়ে লেগে জড়ায় জালে। ইনজুরি টাইমে সেই ক্লাউস গোল করে প্রায়শ্চিত্ত করেন নিজের ভুলের।

১ ম্যাচ শেষে স্পেন ও ইতালির পয়েন্ট ৩। আর সমান ২ ম্যাচে আলবেনিয়া ও ক্রোয়েশিয়ার পয়েন্ট ১। স্পেনের কাছে প্রথম ম্যাচেই ৩-০ গোলে হেরেছিল তারা। -৩ গোল গড় নিয়ে তলানিতে ক্রোয়েশিয়া। এজন্যই ম্যাচ শেষে হতাশায় ভেঙে পড়েছিলেন মদরিচ। নিয়তিটা হয়তো বুঝতে পারছেন এই কিংবদন্তি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত