বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হেরেছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় শান মাসুদদের রীতিমতো ধুয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। ওই অধ্যায় এখনও শেষ হয়নি। এবার দেশটির সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া ক্ষোভ ঝারলেন। তার মতে, পাকিস্তান ক্রিকেট দলের চেয়ে মহল্লার দল ভালো।
পাকিস্তানের জার্সিতে ৬১ ম্যাচে ২৬১ উইকেট নিয়েছেন কানেরিয়া। ২০১০ সালে সর্বশেষ টেস্ট খেলা সাবেক এই লেগ স্পিনার ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস-কে বলেছেন, “পাকিস্তান ক্রিকেট দলের স্তর এতটাই নিচে নেমে গেছে যে একটা মহল্লার দলও তাদের থেকে ভালো। আর এসবই হচ্ছে পিসিবির কারণে। জাতীয় দলের এমন নিম্নমানের পারফরম্যান্সের জন্য তাদেরই দায়ী করা হবে।”
পাকিস্তান দলে অধিনায়কত্বেরও সমালোচনা করেছেন কানেরিয়া। তার মতে, বর্তমান দলে নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলি কারোরই নেন। ৪৩ বছর বয়সী সাবেক ক্রিকেটার বলেছেন, “আমি জানি না সরফরাজ আহমেদ ভালো অধিনায়কত্ব করার পরও কেন বাবর আজমকে নেতৃত্ব দেওয়া হলো। বর্তমানে পাকিস্তানে দলে নেতৃত্ব দেওয়ার উপাদান কারও মধ্যেই নেই।”
বর্তমানে টেস্টে শান মাসুদ ও সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব রয়েছেন বাবর। তবে তাদের মধ্যে চাপ সামলে পারফরম্যান্স করার গুণাবলি দেখছেন না কানেরিয়া। নেতৃত্ব প্রসঙ্গে তার বক্তব্য, “অধিনায়ক হবেন সে-ই হবে, যে চাপ নিজের কাঁধে নিতে পারবে এবং দলকে নিজের পারফরম্যান্স দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবে। যেখানে বাবর ও শান মাসুদের দুজনই ব্যর্থ হয়েছে।”