Beta
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
Beta
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
কৃষ্ণা রানী বলছেন

এই দলে সবার গোল করার সামর্থ্য আছে

কৃষ্ণা রানী সরকার মুখিয়ে আছেন গোল পেতে। ছবি: সংগৃহীত
কৃষ্ণা রানী সরকার মুখিয়ে আছেন গোল পেতে। ছবি: সংগৃহীত
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]
কাঠমান্ডু থেকে
কাঠমান্ডু থেকে

নারী সাফে পাকিস্তানের বিপক্ষে গোল পেতে বেশ কষ্ট হয়েছে সাবিনাদের। কিন্তু পরের ম্যাচে শক্তিশালী ভারতের জালে ৩ গোল দিয়েছে বাংলাদেশ।

২৭ অক্টোবর গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সেমিফাইনালে ‍মুখোমুখি হবে ভুটানের। গত সাফে এই ভুটানকে ৮-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এবারও ভুটানের বিপক্ষে জয় আশা করছে সাবিনা, কৃষ্ণা রানী সরকারেরা।

বাংলাদেশ দলের প্রত্যেক ফুটবলারের গোল করার সামর্থ্য আছে, এমনটাই বললেন কৃষ্ণা, “আমাদের এই দলে সবাই গোল করতে পারে। আগে আঁখি ছিল, ও গোল করতো। মাসুরার গোলে আমরা অনূর্ধ্ব-১৮ সাফে চ্যাম্পিয়ন হয়েছি। কাল ভারতের বিপক্ষে আফঈদা গোল করেছে। এর মানে সবার গোল করার সামর্থ্য আছে।”

সুমাইয়ার সঙ্গে ছবি তুলছেন মাসুরা।

ভারতকে হারানোর আত্মবিশ্বাস বাংলাদেশের ছিল। কৃষ্ণার কথা, “গত দিনে ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি আমরা। ওদের যে হারাতে পারি সেই আত্মবিশ্বাস ছিল। আমরা ম্যাচের আগে কোচদের সঙ্গে কথা বলেছি। উনারা যা বলেছেন তাতে সহমত ছিলাম। সেভাবে টিম নামানো হয়েছে। মেয়েরা ভালো খেলেছে। তাই রেজাল্ট পেয়েছি।”

ভারতকে মোটেও অবহেলা করেনি বাংলাদেশ, “ভারতকে ছোট করার কিছু নেই। এর আগে যে ম্যাচগুলোতে ওদের সঙ্গে খেলেছি, দেখেছি ওরা ৫ জন ডিফেন্স  খেলিয়েছে। আমাদের আটকানোর চেষ্টা করেছে। এতে বোঝা যায় ওরা বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখে।”

সারা দিন আড্ডায় মেতে ছিলেন সাবিনারা।

নিজে সেরা একাদশে ঢুকতে না পারলেও দুঃখ নেই কৃষ্ণার, “শেষ দেড় বছর ফুটবল থেকে দূরে ছিলাম। আমি যে দলে ঢুকতে পেরেছি এটাই অনেক। আমার জন্য এটা গ্রেট চান্স। এখন চেষ্টা করছি খেলার জন্য। যতটুকু টাইম পাচ্ছি কোচ আমাকে খেলাচ্ছেন, আমি শতভাগ দেওয়ার চেষ্টা করছি।”

২৭ অক্টোবর ভুটানের সঙ্গে সেমিফাইনাল বাংলাদেশের। তবে এসব নিয়ে ভাবছেন না তিনি, “ সেমিফাইনাল অবশ্যই ভাবার ম্যাচ। যদি ভুটান আসে ভালো। কিন্তু ওরা ফুটবলে অনেক উন্নতি করেছে। ওরা অনেক ভালো দল।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত