Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

বেনজীরের দুর্নীতির প্রমাণ মিলেছে : দুদকের আইনজীবী

সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ফাইল ছবি।
সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ফাইল ছবি।
[publishpress_authors_box]

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এখন কমিশন চাইলে তার বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাবেক আইজিপির বিরুদ্ধে এত বড় দুর্নীতির অভিযোগকে ভয়ঙ্কর উল্লেখ করে এ আইনজীবী বলেন, “দুদক আইন অনুযায়ী যে ধরনের কাজকে অপরাধ ধরা হয় তার সবই করেছেন বেনজির আহমেদ। এখন দুদক কমিশন যদি মনে করে, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে।”

বেনজীর আহমেদের অবৈধ সম্পদ অর্জন নিয়ে চলতি বছরের ৩১ মার্চ ও ২ এপ্রিল একটি জাতীয় দৈনিক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে।

এরপর শুরু হয় আলোচনা-সমালোচনা। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসতে থাকে তার দুর্নীতির নানা তথ্য। এর পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদের সম্পদের অনুসন্ধান চেয়ে দুদকে আলাদা দুটি আবেদন করেন সুপ্রিমকোর্টের দুই আইনজীবী।

পরবর্তীতে হাইকোর্টে রিট আবেদনও করেন তারা। হাইকোর্ট অনুসন্ধান করে দুদককে রিপোর্ট দাখিল করতে নির্দেশ দেয়।

এছাড়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ মে এবং ২৬ মে আলাদা দুই আদেশে বেনজীর আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, তিন মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজীর, তাহসিন রাইসা বিনতে বেনজীর ও জাহরা জারিন বিনতে বেনজীরের নামে গুলশানের চারটি ফ্ল্যাটসহ ২০২টি দলিল, ২৭টি ব্যাংক একাউন্ট, নয়টি বিও অ্যাকাউন্ট এবং পাঁচটি বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানার শেয়ার ক্রোক ও জব্দের নির্দেশ দেয় ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত।

নোটিশ পাঠিয়ে বেনজীরকে ৬ জুন এবং তার স্ত্রী ও সন্তানদের ৯ জুন কমিশনের কার্যালয়ে উপস্থিত হতে বলে দুদক। 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত