শ্রীলঙ্কা সফর মানেই ওয়ানডেতে হার, এটা নিয়তি হয়ে দাঁড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। সেই ২০০৫ সালের পর শ্রীলঙ্কায় এই ফরম্যাটে জয় পায়নি তারা। অবশেষে মিটল ১৯ বছরের আক্ষেপ।
শনিবার তিন ম্যাচ সিরিজের শেষটিতে লঙ্কানদের ৮ উইকেটে হারাল শাই হোপের দল। গত ১৯ বছরে টানা ১০ হারের পর এবারই প্রথম শ্রীলঙ্কায় কোনো ওয়ানডে জিতল তারা। তবে শ্রীলঙ্কা সিরিজ নিশ্চিত করেছে ২-১ ব্যবধানে।
ওয়ানডের বদলে ম্যাচটা টি-টোয়েন্টি বলাই ভালো। পাল্লেকেলেতে বৃষ্টিতে খেলার ব্যাপ্তি কমে দাঁড়িয়েছিল ২৩ ওভারে। শ্রীলঙ্কা শুরুতে ব্যাট করে পায় ৩ উইকেটে ১৫৬ রানের পুঁজি। ডাকওয়ার্থ লুইস-স্টার্ন পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের জয়ের লক্ষ্য বেড়ে হয় ১৯৫। এভিন লুইসের সেঞ্চুরিতে লক্ষ্যটা ১ ওভার হাতে রেখে পেরিয়ে যায় ক্যারিবীয়রা।
তিন বছরের বেশি সময় পর ওয়ানডে খেলতে নামা এভিন লুইস ফেরাটা স্মরণীয় করেন বিস্ফোরক এক সেঞ্চুরিতে। ৬১ বলে ৯ বাউন্ডারি ৪ ছক্কায় ১০২ রানের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে স্মরণীয় জয় এনে দিয়েছেন তিনি। আসিথা ফার্নান্দোকে লং অফ দিয়ে ছক্কা মেরে দলের জয়ের পাশাপাশি নিশ্চিত করেন নিজের সেঞ্চুরিও। এ সময় শরীরের ভারসাম্য রাখতে না পেরে হাত থেকে ব্যাট পড়ে গেলেও তিনি উদযাপনটা করেন হেলমেট উঁচিয়ে আকাশের দিকে তাকিয়ে।
এছাড়া শেরফেইন রাদারফোর্ড অপরাজিত ছিলেন ২৬ বলে ৫০ রানে। এর আগে কুশল মেন্ডিসের ২২ বলে ৫৬ আর পাথুম নিশাঙ্কার ৬২ বলে ৫৬-তে লড়াই করার মতো পুঁজি পেয়েছিল শ্রীলঙ্কা। এভিন লুইস ঝড়ে যথেষ্ট হয়নি সেটা।