শেখ হাসিনার সরকার পতনের পর তার মন্ত্রীদের গ্রেপ্তারের তালিকায় এবার যুক্ত হয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার রাতে ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক জ্যেষ্ঠ এএসপি আ ন ম ইমরান খান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে মারা যান স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন। এই হত্যাকাণ্ডে টিপু মুনশিকে গুলশান-১ এর একটি বাসা থেকে রাত সোয়া ১টার দিকে গ্রেপ্তার করা হয়।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী, এমপিসহ দলটির জ্যেষ্ঠ নেতারা আত্মগোপনে চলে যান। রংপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য টিপু মুনশিও এতদিন আত্মগোপনে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জুলাইয়ে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে মুসলিম উদ্দিন মিলন প্রাণ হারান। এই ঘটনায় টানা তৃতীয় মেয়াদে সংসদ সদস্যের দায়িত্ব পালন করা টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়।
৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এখন পর্যন্ত একে একে গ্রেপ্তার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ আওয়ামী লীগের প্রভাবশালী আরও কয়েকজন নেতা।