Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

সাবেক ভূমিমন্ত্রীর ছেলে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার  

বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হন শিরহান শরীফ তমাল।
বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হন শিরহান শরীফ তমাল।
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা মামলার এজাহারনামীয় আসামি সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফের ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে পাবনার ঈশ্বরদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানিয়ে র‌্যাব বলছে, তমালকে গ্রেপ্তারের সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।                

১৯৯৬ সালে পাবনা-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন তমালের বাবা শামসুর রহমান শরীফ। ২০০১, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালেও নির্বাচিত হয়ে টানা পাঁচবার সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন তিনি। 

২০১৪ সালে তৎকালীন শেখ হাসিনা সরকার তাকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়। 

শামসুর রহমান শরীফ ভূমিমন্ত্রী থাকাকালে তার ছেলে শিরহান শরীফ তমাল আলোচনায় আসেন। ২০১৭ সালে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি থাকার সময় তার বিরুদ্ধে ঈশ্বরদীতে চার সংবাদকর্মীকে মারধরের অভিযোগ ওঠে।

সেই ঘটনায় শিরহান শরীফ তমালের নামে করা মামলায় তাকে গ্রেপ্তারের পর ‘রাজনৈতিক পদস্খলনের অভিযোগ’ এনে তাকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবলীগ।

এছাড়া সে বছর ঈশ্বরদী পৌর সদরে দুটি বাড়ি ও তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনাতেও গ্রেপ্তার হয়েছিলেন শিরহান শরীফ তমাল।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত