Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সাবেক প্রতিমন্ত্রী শহীদুজ্জমান কারাগারে

Verdict
[publishpress_authors_box]

বিএনপিকর্মী মকবুল হোসেন হত্যা মামলায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতা মো. শহীদুজ্জামান সরকারকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

মামলায় চার দিনের রিমান্ড শেষে সোমবার (৪ নভেম্বর) তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ঢাকার পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাচান।

আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ মুখ্য মহানগর হাকিম মো. মাহবুবুল হকের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

গত ৩০ অক্টোবর রাতে ঢাকার উত্তরা এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে পাঁচবারের সংসদ সদস্য শহীদুজ্জামানকে। পরদিন তাকে চার দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।

মামলায় বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ছিল বিএনপির। ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। তারা কার্যালয়ে ভাংচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি গত ৩০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করে মামলা করেন। মামলায় এজাহারভুক্ত ৫৩ নম্বর আসামি শহীদুজ্জামান সরকার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত