চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য (এমপি) এ বি এম ফজলে করিম চৌধুরীসহ ৩ জনকে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া সীমান্ত এলাকা থেকে আটক করার কথা জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় তাদের আটকের কথা জানান ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ।
বার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে আখাউড়া সীমান্তে আব্দুল্লাহপুর এলাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ ৩ জনকে আটক করে বিজিবির সরাইল ব্যাটালিয়নের ফকিরমোড়া বিওপির টহল দল।
লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ জানান, বিজিবির হাতে আটক অপর ব্যক্তিরা হলেন- আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মো. হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মো. নাঈম চৌধুরী।
আটক ব্যক্তিদের আখাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়।
এ বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ আসন থেকে টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হন আওয়ামী লীগের নেতা ফজলে করিম চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক এমপি সালাউদ্দিন কাদের চৌধুরী তার চাচাত ভাই।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে মৃত্যুদণ্ডের সাজা হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীকে ২০১৫ সালে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।