Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

কিশোরগঞ্জের সাবেক এমপি সোহরাব ঢাকায় গ্রেপ্তার

সোহরাব উদ্দিন
সোহরাব উদ্দিন
[publishpress_authors_box]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ, হামলা ও অর্থ যোগানের অভিযোগ এনে করা মামলায় কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার বিকালে র‌্যাব সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাকে ঢাকার দিয়াবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন সাবেক সরকারের মন্ত্রী এবং বিলুপ্ত হওয়া সংসদের সদস্যসহ (এমপি) আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এ তালিকায় যুক্ত হলেন কিশোরগঞ্জ-২ আসনের দুই বারের এমপি সোহরাব উদ্দিন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ, হামলা ও অর্থ যোগানের অভিযোগে সোহরাব উদ্দিনের বিরুদ্ধে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া থানায় চারটি মামলা আছে। এর মধ্যে দুটি মামলায় তিনি এক নম্বর আসামি; অপর দুই মামলায় তিন নম্বর আসামি।

তাকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয় র‌্যাবের বিজ্ঞপ্তিতে।

সোহরাব হোসেন ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসনের সংসদ সদস্য হয়েছিলেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত