কারারুদ্ধ সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়, এসময় নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।
হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন।
চিকিৎসকরা জানিয়েছেন, সাবেক পরিকল্পনামন্ত্রীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধীনে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কারাগারের এক কর্মকর্তা জানান, সুনামগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় শনিবার সকালে এম এ মান্নান অসুস্থবোধ করলে তাকে প্রথমে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সিলেট কারা হাসপাতালের তত্ত্বাবধানে ডিভিশনে রেখে তার চিকিৎসা চলছিল।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন সকাল সন্ধ্যাকে বলেন, “শারীরিক অসুস্থতার কারণে সাবেক পরিকল্পনামন্ত্রীকে চেকআপের জন্য ওসমানী হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
হাসপাতালটির উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী সকাল সন্ধ্যাকে জানান, এম এ মান্নানের বুকে ব্যথা রয়েছে। এছাড়া তার ডায়াবেটিসও নিয়ন্ত্রণে নেই।
তিনি বলেন, “পরীক্ষা-নিরীক্ষার পর তাকে কেবিনে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে।”
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গত ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় করা এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এম এ মান্নান সুনামগঞ্জ জেলা কারাগারে ছিলেন। গত শনিবার বিকেলে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
গত রবিবার সাবেক পরিকল্পনামন্ত্রীর দ্বিতীয় দফা জামিন আবেদন নামঞ্জুর করেন সুনামগঞ্জের দ্রুত বিচার আদালত। এর আগে ২৩ সেপ্টেম্বর আরেকবার তার জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছিল।
সাবেক যুগ্ম সচিব এম এ মান্নান ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সুনামগঞ্জ-৩ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। সেসময় তিনি জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে জয়ী হয়ে সরকারের অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পান এম এ মান্নান। ২০১৮ সালে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পান তিনি।
সর্বশেষ এ বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হন এম এ মান্নান।