Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

সাবেক ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লা সলু গ্রেপ্তার

রবিবার রাতে মোহাম্মদপুর এলাকায় গ্রেপ্তার হন সলিমুল্লা সলু।
রবিবার রাতে মোহাম্মদপুর এলাকায় গ্রেপ্তার হন সলিমুল্লা সলু।
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লা সলুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের জ্যেষ্ঠ এএসপি আ ন ম ইমরান খান।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের বসিলা এলাকায় মো. সুজন নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লা সলুকে আসামি করা হয়।

এই মামলায় রবিবার রাতে মোহাম্মদপুর থেকে সলিমুল্লা সলুকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব কর্মকর্তা ইমরান।

জুলাইয়ের শুরুতে দানা বাঁধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাসের মাঝামাঝি সময়ে সহিংসতায় রূপ নেয়, যা আগস্ট মাসেও অব্যাহত থাকে। এসময় প্রাণ হারায় শিক্ষার্থী, শিশু, বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ক্ষমতায় বসে অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে বিগত শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা।

সর্বশেষ গ্রেপ্তার হওয়া সাবেক ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লা সলুও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত