Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

ফেইসবুক বন্ধ হলে কী আর হবে!

facebook shutdown
[publishpress_authors_box]

ফেইসবুক ডাউন অথবা সাময়িক বন্ধের ঘটনা এবারই প্রথম নয়। প্রথমবার এ ঘটনা ঘটে  ২০০৭ সালের জুলাই মাসে। সেবার অবশ্য বিভ্রাটের ঘটনা ঘটেনি। ফেইসবুকে কর্মরত প্রকৌশলীরাই এক বিশেষ কারণে সাইটটি বন্ধ রেখেছিল। তখন জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির বয়স ছিল মাত্র ৩ বছর। 

এরপর ফেইসবুক সাময়িকভাবে বন্ধ হয়েছে আরও বেশ কয়েকবার। তবে ধারণা করা হচ্ছে ৫ মার্চ ফেইসবুক বন্ধ ছিল সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য।

এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি আজকে জড়িয়ে গেছে আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে। তাই এর সাথে ক্ষণকালের বিচ্ছেদও আমাদের ফেলে দেয় নানা উৎকণ্ঠায়। কারণ সামাজিকীকরণের বিকল্প হয়ে উঠেছে এই ফেইসবুক। ব্যক্তিগত ছবি, আবেগ এবং অনুভূতির নিয়মিত প্রকাশ ঘটছে এখানে। নানা ব্যক্তিগত তথ্যও এর ব্যবহারকারীরা এতে দিচ্ছেন হরহামেশা।

কিন্তু মানুষের দৈনন্দিন জীবনের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা এই মাধ্যমটি বন্ধ থাকলে আসলে কী ঘটে?

বিচ্ছিন্ন হয় যোগাযোগ  

অনেকেই ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন ফেইসবুকের মাধ্যমে।  বিশেষত যারা থাকেন নিজ শহর ছেড়ে অন্য শহরে কিংবা পরবাসে। তাই এ প্ল্যাটফর্মটি সাময়িকভাবেও বন্ধ থাকলে অনেকেরই হয় একাকিত্বের অনুভূতি।

যোগাযোগ বিভ্রাট

এমন মানুষ নেহায়েত কম নয় যারা ফেইসবুকের নানা গ্রুপ এবং মেসেঞ্জার ব্যবহার করেন মূলত সমমনা মানুষের সাথে যুক্ত থাকতে। ফলে সাইটটি বন্ধ থাকলে সমমনা ব্যক্তিদের যোগাযোগে সাময়িক অসুবিধা তৈরি হয়। 

বাড়ায় উদ্বেগ, অনিশ্চয়তা 

ফেইসবুকে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত ছবি, ভিডিও এবং তথ্য সংরক্ষণ করে থাকে। আর তাই মাধ্যমটি হঠাৎ বন্ধ হয়ে গেলে এর ব্যবহারকারীদের মনে তৈরি হয় ব্যক্তিগত ছবি ও তথ্য হারানোর শঙ্কা। বাড়ে উদ্বেগ।

বিপণন এবং বিজ্ঞাপন

বহু ব্যবসায় প্রতিষ্ঠান তার গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য প্ল্যাটফর্মটিতে বিজ্ঞাপন দিয়ে থাকেন। ফলে ফেইসবুক সাময়িকভাবে বন্ধ থাকলে এই ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর বিপণন এবং বিজ্ঞাপন প্রক্রিয়াও সাময়িক বন্ধ হয়ে যায়। এতে করে তারা সাময়িক লোকসানের মুখোমুখি হয়। 

গ্রাহকের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্নতা তৈরি হয়। 

বেড়ে যায় গুগল সার্চ

বিশ্লেষকদের মতে, ফেইসবুক বন্ধ হলেই স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ হয় গুগলে সার্চের হার।

বাড়ে অনলাইন পত্রিকার কাটতি

পর্যালোচনায় দেখা গেছে, ফেইসবুক সাময়িক বন্ধ থাকলে মানুষের অনলাইন পত্রিকার পেইজে ঢুকে খবর কিংবা প্রতিবেদন পড়ার হার বেড়ে যায়।  

বড় লোকসান ফেইসবুকের

ব্রিটিশ অনলাইন পোর্টাল ইউনিল্যাড জানাচ্ছে, বিজ্ঞাপন থেকে ফেইসবুকের বার্ষিক আয় ৮ হাজার ৪২০ কোটি ডলার। সুতরাং, বন্ধ থাকলে প্রতি মিনিটে ফেইসবুকের আয় কম হয় প্রায় ১ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ, প্রতি সেকেন্ডে ২ হাজার ৬৭০ ডলার।

আরেক সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানাচ্ছে আরও চমকপ্রদ তথ্য। ‘ফাইন্যান্স বিশেষজ্ঞ’দের বরাত দিয়ে তারা বলছে, ফেইসবুক এবং ইনস্টাগ্রাম বন্ধ থাকায় ৫ মার্চ এর ঘটনায় মেটা হারিয়েছে দুই ঘণ্টায় হারিয়েছে প্রায় ১০ কোটি ডলার। 

চিরতরে যদি হয় বন্ধ…

যদি ফেইসবুক চিরতরে বন্ধই হয়ে যায় তবে খুব কি বেশি ক্ষতি হবে মানবজাতির? 

অবশ্য নানান তথ্য উপাত্ত টেনে অনায়াসেই প্রমাণ করা যাবে ফেইসবুক বন্ধ হয়ে যাওয়ার সমূহ ক্ষতি। 

কতটা ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা?

গণমাধ্যমের খবর বলছে, দেশে ফেইসবুক ব্যবহার করে ব্যবসার পেইজ রয়েছে ৩ লাখের মতো। এর বাজারের ৭০ শতাংশ নারীদের দখলে। এই বাজার পৌঁছেছে ১ হাজার কোটি টাকায়। কাজেই ফেইসবুক বন্ধ হলে এদের অনেকের হয়তো মাথায় হাত পড়বে! তবে এটাও ঠিক বিকল্প রাস্তা খুঁজে পেতে খুব বেশি দেরিও হবে না।   

এবারে একটি ছোট্ট তথ্য দিয়ে রাখা যাক। 

ফেইসবুকের মাধ্যমে অনেকেই ঝুঁকে পড়ছে নানান উগ্রপন্থার দিকে। অন্তত ৬৪ শতাংশ সময়ে উগ্রমত প্রচার করা গ্রুপগুলোতে মানুষ জয়েন করছে সাইটটির রেকমেন্ডেশনের মাধ্যমে। ফেইসবুকের অ্যালগরিদমের চরিত্রই আগ্রহীদের এইসব গ্রুপের খোঁজ দিতে পরোক্ষভাবে সাহায্য করছে। এমন তথ্য দিচ্ছে স্বয়ং ফেইসবুকই।

সুতরাং, নানামাত্রিক উগ্রপন্থার উত্থানের এ সময়ে ফেইসবুক চিরতরে বন্ধ হলে আমাদের আদৌ খুব  বড় ক্ষতি হবে কিনা তা আসলেই ভাবনার বিষয়।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত