আরও একবার গ্র্যান্ডমাস্টারের নর্ম হাতছাড়া হলো ফাহাদ রহমানের । হাঙ্গেরির বুদাপেস্টে চলমান দাবা অলিম্পিয়াডে ফাহাদের প্রয়োজন ছিল একটি জয়। কিন্তু নবম রাউন্ডের এই ম্যাচে লেবাননের ফিদে মাস্টার আমরো এল জাওইচের সঙ্গে পয়েন্ট ভাগ করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার । এই ড্রয়েই আবারও কপাল পুড়লো ফাহাদের। বেড়ে গেল গ্র্যান্ডমাস্টার হওয়ার অপেক্ষা।
এ পর্যন্ত আগের ৮ ম্যাচে ফাহাদের সংগ্রহ ছিল ৪ জয়, ৩ ড্র ও ২ হার। ফাহাদের সামনে সমীকরণ ছিল এমন যে শুক্রবারের নবম রাউন্ডে জিততেই হতো। তাহলেই দ্বিতীয় জিএম নর্মটি হয়ে যেত ফাহাদের। কিন্তু তীরে এসে তরী ডুবল তার।
অথচ এই দাবা অলিম্পিয়াডেই তিনি হারিয়েছেন স্লোভাকিয়ার গ্র্যান্ডমাস্টার গাজিব ভিক্তরকে। কিন্ত যে মুহূর্তে জ্বলে ওঠার সবচেয়ে বেশি প্রয়োজন সেই সময় তিনি ড্র করলেন।
যদিও বাকি ২ রাউন্ড জিতলেও একটা ক্ষীণ সম্ভাবনা থাকতে পারে। তবে সে ক্ষেত্রে নির্ভর করবে ফাহাদ কার বিপক্ষে খেলবেন। ওই দাবাড়ুর রেটিং গড় কত।
চলতি বছরের ৩১ মার্চ ভিয়েতনামের হ্যানয় শহরে অনুষ্ঠিত গ্র্যান্ডমাস্টার-৩ দাবা প্রতিযোগিতায় শেষ রাউন্ডে ফাহাদ হারিয়ে দেন ভিয়েতনামরে ফিদে মাস্টার বান গিয়া হাইকে। ওই জয়ে ৯ ম্যাচে ৭ পয়েন্ট ছিল ফাহাদের। এতেই তিনি পেয়ে যান ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম। এরপর আরও ১৮টি খেলায় ২টি নর্ম প্রয়োজন ছিল ফাহাদের। কিন্তু এ যাত্রায় সুযোগ মুঠোর মধ্যে এলেও সেটা হাতছাড়া করলেন।