ইংল্যান্ডকে টেস্ট সিরিজ হারানোর পর দিন নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শেষ দুই টেস্টের দলে না থাকলেও ক্যাটাগরিতে ‘এ’তে ঠিকই রাখা হয়েছে বাবর আজমকে। সেখানে তার সঙ্গী মোহাম্মদ রিজওয়ান।
শাহিন শাহ আফ্রিদির অবনমন হয়েছে একধাপ। এক মৌসুমের জন্য করা নতুন এই চুক্তিতে ক্যাটাগরি ‘বি’তে অবনমন হয়েছে তার। চুক্তি থেকে বাদই দেওয়া হয়েছে ফখর জামানকে। বাবর আজমের টেস্ট দল থেকে বাদ পড়া ইস্যুতে মন্তব্য করায় পিসিবির সঙ্গে সম্পর্কটা তেতো হয়ে যায় তার। গত আট বছরে প্রথমবার বাদ পড়লেন তিনি।
ফখরের পাশাপাশি ইমাম উল হক, হাসান আলী, ইফতিখার আহমেদ, সরফরাজ আহমেদকে এবারের কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি।
এদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। সহ–অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আগা সালমান। ৪ নভেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে এই সংস্করণে অধিনায়ক হিসেবে অভিষেক হবে রিজওয়ানের।
আজ (রবিবার) অস্ট্রেলিয়া ও জিম্ববায়ে সফরের দল ঘোষণার সময় রিজওয়ানকে অধিনায়ক করার ঘোষণা জানান পিসিবি প্রধান মহসিন নাকভি। অস্ট্রেলিয়া সফরের দলে ফেরানো হয়েছে বাবর আজমকেও।
ক্যাটাগরি ‘এ’: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান।
ক্যাটাগরি ‘বি’: নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ।
ক্যাটাগরি ‘সি’: হারিস রউফ, নোমান আলী, সাইম আইয়ুব, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল, শাদাব খান, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ ।
ক্যাটাগরি ‘ডি’: খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ ইরফান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান খান, আমির জামাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম।