কোটাবিরোধী আন্দোলন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে বিএনপি ইন্ধন দিচ্ছে বলে ক্ষমতাসীনদের তোলা অভিযোগ নাকচ করে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আন্দোলনে বিএনপির ইন্ধন নেই, তবে সমর্থন রয়েছে।
সোমবার ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “এই ধরনের আন্দোলনে আমাদের ইন্ধন দেওয়ার প্রশ্নই উঠে না। এই সব আন্দোলন তাদের নিজস্ব। প্রফেশনাল জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা করছেন, ছাত্ররা করছে, ছাত্রীরা করছে।
“আমরা এখানে ইন্ধন দিতে যাব কেন? প্রশ্নই উঠে না।”
তবে এসব আন্দোলন যৌক্তিক বলে মনে করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “যেটা সত্যি সেটা সত্যি বলব, যেটা যৌক্তিক সেটা যৌক্তিক বলব… এটা আমরা সব সময় বলেছি।”
মির্জা ফখরুল বলেন, “কোটাবিরোধী ছাত্রদের এই দাবিকে আমরা সমর্থন করি। কারণ এটা যৌক্তিক দাবি। এটাকে অযৌক্তিক বলার কোনও কারণ দেখি না।”
মুক্তিযুদ্ধের ৫০ বছর পরেও ৫৬ শতাংশ কোটা রাখা সম্পূর্ণ অযৌক্তিক মন্তব্য করে তিনি বলেন, “এখানে যেটা হচ্ছে মেধার বিকাশ হচ্ছে না, মেধাবীদের অ্যাডমিনিস্ট্রেশনসহ বিভিন্ন জায়গায় নিতে পারছে না। একটা বড় ক্ষতি হয়ে গেছে।”
সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সবাই দুর্নীতিবাজ- এ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, “এতো বেশি দুর্নীতি করেছে যে এখন ডেথ ট্র্যাপে পড়ে যাচ্ছে। ঋণের ফাঁদে পড়ে যাচ্ছে। সেই কারণে এখন তারা একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা, আরেকটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা, এভাবে চলছে।”