Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান ফখরুলের

গায়েবানা জানাজায় অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতারা। ছবি : সকাল সন্ধ্যা
গায়েবানা জানাজায় অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতারা। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

কোটাবিরোধী আন্দোলন থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে বিএনপি, সমমনা দল ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে গায়েবানা জানাজা কর্মসূচি পালনের পর এই আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, “সরকার চাইলে কোটার যৌক্তিক সংস্কার করে সমস্যার সমাধান করতে পারত, কিন্তু তা না করে ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়েছে, ছাত্রদের খুন করেছে।

তিনি বলেন, “বিএনপি, বিভিন্ন সমমনা দল ও দেশবাসীকে ছাত্রদের পাশে দাড়ানোর আহ্বান জানাই। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে ছাত্রদের পাশে দাঁড়ান।”

গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার পর কোটাবিরোধী বিক্ষোভ থেকে সহিংসতা ছড়িয়েছে দেশজুড়ে। তাতে মঙ্গলবার অন্তত ছয়জন নিহত এবং বহু আহত হয়েছে। এর মধ্যে ঢাকায় দুজন, চট্টগ্রামে তিনজন এবং রংপুরে একজন নিহত হয়েছে।

সংঘাত-সহিংসতায় নিহতদের জন্য বুধবার গায়েবানা জানাজা কর্মসূচির আয়োজন করে বিএনপি। তবে বায়তুল মোকাররম এলাকায় এই কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে পুলিশ টিয়ারসেল ছোড়ার পাশাপাশি তাদের লাঠিপেটা করে।

পরে বায়তুল মোকাররমে জোহরের নামাজের পর বিএনপি গায়েবানা জানা কর্মসূচি পালন করে। এরপর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেন।

বিএনপির গায়েবানা কর্মসূচি ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে পুলিশের অবস্থান। ছবি : সকাল সন্ধ্যা

শিক্ষার্থীদের এই আন্দোলনে বিএনপি জড়িত নয় জানিয়ে মির্জা ফখরুল বলেন, “তবে ছাত্রদের ন্যায়সঙ্গত যৌক্তিক দাবিতে আমাদের সমর্থন আছে, থাকবে।”

মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে সংঘাত-সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, “এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা জীবনে কখনও দেখিনি। ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। কিন্তু শুধুমাত্র জেদের বশবর্তী হয়ে শিক্ষার্থীদের ওপর এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে সরকার।”

মঙ্গলবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবির অভিযান প্রঙ্গতে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে বোমা ও লাঠি রেখে অভিযানের নাটক করেছে। শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলন ভিন্নখাতে নিতে অপচেষ্টা চালাচ্ছে সরকার।”

দেশের সব বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, পাকিস্তান আমলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলন দমনের চেষ্টা চালানো হতো।

বায়তুল মোকাররমে গায়েবানা জানাজা কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, “নেতাকর্মীদের গেট দিয়ে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

আজই বিএনপির পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও এ সময় জানান দলটির মহাসচিব।

কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু, মাওলানা সেলিম রেজা অংশ নেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত