Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সাকিবের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, বলছেন মুশফিক

shakib-056
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

২০০৬ সাল থেকে বাংলাদেশ দলে একসঙ্গে খেলছেন তারা। পরিচয়টা অবশ্য আরও আগে থেকে। দুজনই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সাবেক ছাত্র। পরবর্তীতে দেশ ছাপিয়ে ক্রিকেটবিশ্বে নিজেদের নাম ছড়িয়ে দিয়েছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। কঠিন মুহূর্তে একজন আরেকজনের পাশে দাঁড়াবেন, সেটাই স্বাভাবিক।

সতীর্থ সাকিবের জন্য সেটাই করলেন মুশফিক। দীর্ঘদিন একসঙ্গে খেলার কারণে বাঁহাতি অলরাউন্ডারকে খুব ভালো করে চেনেন মুশফিক। সেই বিশ্বাস থেকেই এই উইকেটকিপার ব্যাটারের দাবি, সাকিব কখনও অমানবিক কাজ করতে পারেন না।

হত্যা মালমায় নাম উঠেছে সাকিব আল হাসানের। এ কারণে বাঁহাতি অলরাউন্ডারকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফিরে আনতে বিসিবি বরাবর আইনি নোটিশও দেওয়া হয়েছে। বাইরের কঠিন পরিস্থিতিতেও মাঠে উজ্জ্বল সাকিব। রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের পথে বল হাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৪৬ রানে অলআউট করার পথে সাকিব নিয়েছেন ৩ উইকেট। তাতে বাঁহাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। রাওয়ালপিন্ডির এই টেস্টে ম্যাচসেরার পুরস্কার জেতা মুশফিক অভিনন্দন জানিয়েছেন সাকিবকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে মুশফিক লিখেছেন, “বাঁহাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়ার জন্য সাকিবকে অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবার বলছি, সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত।”

এরপরই মাঠের বাইরে চলমান সাকিব-ইস্যু নিয়ে কথা বলেছেন মুশফিক। সতীর্থকে পূর্ণ সমর্থন দিয়ে এই উইকেটকিপার লিখেছেন, “একজন সতীর্থ ও ভাই হিসেবে, আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগ সমর্থন করি না। কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি, বন্ধু।”

এর আগে সাকিবের পাশে দাঁড়িয়েছেন আরও কয়েকজন সতীর্থ। রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেমন বলেছেন, “সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি সকল আঁধার কেটে, নতুন আলো আসবে!”

সাকিবের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ করা হয়েছে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন মুমিনুল হক-রুবেল হোসেনরা। এই ‘মিথ্যা মামলা’ উঠিয়ে হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন তারা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত