Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

ফরিদপুরের সড়কে ঝরল ১৩ প্রাণ

ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের দিগনগর তেঁতুলতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রাণ হারান ১৩ জন।
ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের দিগনগর তেঁতুলতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রাণ হারান ১৩ জন।
[publishpress_authors_box]

ঈদফেরত যাত্রার মধ্যে ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে।

এর মধ্যে ১১ জন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের দিগনগর তেঁতুলতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী।

ঢাকা থেকে মাগুরামুখী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ফরিদপুরের আলফাডাঙ্গাগামী একটি পিকআপ ভ্যানের এই সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তেতুঁলতলা এলাকায় গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ১১ জন মারা যায়। খবর পেয়ে মাগুড়া ও ফরিদপুরের পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আসে। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয় বলে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম জানিয়েছেন।

তিনি বলেন, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় নিশ্চিতের পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত