Beta
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

জমি নিয়ে বিরোধ, চাচাকে কুপিয়ে মারল ভাতিজা

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : সকাল সন্ধ্যা
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

খুলনার ফুলতলা উপজেলায় জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার দায়ের কোপে প্রাণ গেছে চাচার। দায়ের আঘাতে আহত হয়েছেন নিহতের স্ত্রী ও ছেলে।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার খানজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

নিহত শেখ মুজিবুর রহমান ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামে বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন। আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহত ব্যক্তিদের স্বজনরা জানান, জমি নিয়ে বিরোধের জেরে খানজাহানপুর গ্রামের প্রয়াত শরিফুল ইসলামের ছেলে শেখ কুতুব উদ্দিন বুধবার রাতে দা দিয়ে তার চাচা মুজিবুর রহমানকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলা ঠেকাতে গিয়ে আহত হন মুজিবুরের স্ত্রী তাসলিমা বেগম ও ছেলে শেখ মিরাজ। ঘটনার পরপরই হামলাকারী কুতুব পালিয়ে যায়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মসিউর রহমান জানান, আহতদের হাত, গলা, মাথাসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত আছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে কাউকে আটক করতে পারেনি।

তিনি জানান, আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত