Beta
শনিবার, ২ নভেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২ নভেম্বর, ২০২৪

মোস্তফা সরয়ার ফারুকী আইসিইউতে

মোস্তফা সরোয়ার ফারুকী
মোস্তফা সরোয়ার ফারুকী
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

[publishpress_authors_box]

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল সোমবার রাত একটায় তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে এই তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিশা লেখেন, “আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তার এর কাছে নিতেই ডাক্তার বললো সিটিস্ক্যান করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউ তে অবজারভেশনে আছে এখন । সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।।”    

কোন হাসপাতালে তিনি চিকিৎসাধীন, সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিশা। তার এমন পোস্টের পর ফারুকীর দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট দিয়েছেন অনেক শিল্পী ও অনুরাগী।

তিশার ওই পোস্টে অভিনেতা চঞ্চল চৌধুরী লেখেন, “গেট ওয়েল সুন ফারুকী ভাই।” আরেক জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম লিখেন, “আল্লাহ ভরসা”। অভিনেত্রী শেহনাজ খুশি লিখেছেন, “নিশ্চয় সব ঠিক হয়ে যাবে, প্রার্থনা করি।”

দীর্ঘ ২৫ বছর চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ফারুকী। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে তার ‘সামথিং লাইক এ্যান অটোবায়োগ্রাফি’ মুক্তি পেয়েছে। নিজের জীবনের ঘটনা অবলম্বনে নির্মিত এই বায়োগ্রাফিতে চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি প্রথমবারের মতো অভিনয়ও করেন তিনি। অভিনয়ে তার সঙ্গে ছিলেন স্ত্রী তিশা। মুক্তির পর অভিনয়ের জন্য বেশ প্রশংসা পেয়েছেন এই নির্মাতা।

তার বানানো জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ উল্লেখযোগ্য।

২০১০ সালের ১৬ জুলাই চলচ্চিত্র পরিচালক ফারুকী ও অভিনেত্রী তিশা বিয়ে করেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত