Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫

বিসিবিকে সাবেক অধিনায়কদের পরামর্শ, সাকিবের প্রশ্নে বিরক্ত ফাহিম

সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি : বিসিবি
সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি : বিসিবি
[publishpress_authors_box]

সাবেক অধিনায়কদের মিলন মেলাই আজ (সোমবার) বসেছিল মিরপুরে বিসিবি কার্যালয়ে। আমন্ত্রিত ছিলেন অনেকে। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে সভায় অবশ্য সবাই আসতে পারেননি। বিপিএল ও অন্যান্য খেলাসহ সাবেক অধিনায়কদের কাছ থেকে মতামত নিয়েছে বিসিবি। 

ফারুক আহমেদের এই উদ্যোগ থেকেই পরিষ্কার, সাবেকদের মতামতকে গুরুত্ব দিচ্ছে বিসিবি। সামনে তাঁদের পরামর্শের ওপর নির্ভর করে কিছু সিদ্ধান্তও নিতে পারে তারা। আজকের সভায় আলোচনা হলো কী নিয়ে?

সভা শেষে রাজিন সালেহ বললেন, ‘‘আপাতত প্রেসিডেন্ট সাহেব শুনেছেন। এখন হয়তো একটা বিষয় নিয়ে কথা হয়েছে। বেশিরভাগ বিপিএল নিয়েই কথা হয়েছে। আগামীতে প্রথম শ্রেণি বা অন্যান্য টুর্নামেন্ট নিয়ে আরও কথা হবে। উনি বসবেন আমাদের সঙ্গে।’’

 ঘরোয়া ক্রিকেটের ভিত মজবুত না হলে আন্তর্জাতিক অঙ্গনে ভেসে যেতে হয় খড়কুটোর মতো। আবার বিপিএলের মতো টুর্নামেন্ট সঠিক সময়ে না হওয়ায় পাওয়া যায় না মান সম্পন্ন বিদেশি ক্রিকেটার। এ নিয়ে রাজিন সালেহ বললেন, ‘‘প্রেসিডেন্ট ফারুক ভাইকে ধন্যবাদ, আমাদের আমন্ত্রণ জানানোয়। তার সঙ্গে আমাদের মূলত বিপিএল নিয়েই কথা হয়েছে। আগামীতে কীভাবে বিপিএলটা আরও ডেভেলপ করা যায় ও ক্রিকেটের উন্নতি করা যায়, এসব নিয়েই কথা হয়েছে।’’

রাজিন আরও যোগ করলেন, ‘‘আমরা ৫-৬ জন ছিলাম। মোবাইলে আরও ২-৩ জন ছিলেন। আমাদের কথা ছিল বিপিএল কীভাবে আরও ডেভেলপ করা যায়, সূচিটা কীভাবে আপডেট করা যায়। এনসিএল টি-টোয়েন্টি কখন শুরু করলে আমরা পুরোপুরি কাজে লাগাতে পারব টুর্নামেন্টটা। বিপিএলে আগামীতে যেন আরও ভালো ফ্র্যাঞ্চাইজি আসে, ভালো টুর্নামেন্ট কীভাবে হবে, ভালো বিদেশি ক্রিকেটাররা আসবে, কখন তাদের পাব, ওই হিসেবে কথা বলা হয়েছে।’’

গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, মুমিনুল হক, লিটন দাসরা ছিলেন এই সভায়।

শাহরিয়ার নাফীস বললেন, ‘‘এখানে বিপিএল বা অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট নিয়ে কথা হয়েছে। বোর্ড সভাপতি অধিনায়কদের সাথে বিপিএল বা এসব টুর্নামেন্ট কীভাবে আরও উন্নতি করা যায়, আকর্ষণীয় করা যায় সেটা নিয়ে কথা বলেছেন। অধিনায়করাও এই ব্যাপারে সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন। আলোচনা ফলপ্রসু ছিল।’’

গণমাধ্যমে কথা বলছেন রাজিন সালেহ।

সভা শেষে মিরপুরে শেরেবাংলায় বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম কথা বলেছেন সভা ও চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে। এ সময় সাকিব আল হাসান নিয়ে একজন প্রশ্ন করায় (সাবেক অধিনায়ক হিসেবে সাকিব-মাশরাফি জুমে যুক্ত ছিলেন কিনা) বিরক্তি জানিয়ে ফাহিম বললেন, ‘‘না, এটা কি করতেই হবে (প্রশ্ন)? সাকিবকে নিয়ে আর কোনো প্রশ্ন? ধন্যবাদ।’’

সভা নিয়ে ফাহিম বললেন, ‘‘প্রত্যেক অধিনায়কই তাদের মতো করে মতামত জানিয়েছে, কোন কোন জায়গায় আমরা একটু ভালো করতে পারি। কোথায় পরিবর্তন দরকার, কোথায় আমরা খুব একটা ভালো করছি না। এসব মিলিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমরা অবশ্যই, এ বোর্ড সে আলোচনাকে খুবই গুরুত্ব দেবে। সেটার ওপর ভিত্তি করে হয়তো কিছু কিছু সিদ্ধান্তও হবে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত