Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

সাফজয়ীদের পুরস্কৃত করবে বিসিবি

দেশে ফিরে খোলা বাসে সাফ জয়ী নারী দল।
দেশে ফিরে খোলা বাসে সাফ জয়ী নারী দল।
[publishpress_authors_box]
চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম থেকে

তিন মাস বেতন বকেয়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। তারপরও টানা দ্বিতীয়বার সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমারা। এই সাফল্য যেন রূপকথাকে হার মানানো।

অভাবনীয় সাফল্যের পর তাদের অভিনন্দন জানিয়েছিল বিসিবি। আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামে সাংবাদিকদের বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানালেন সাফজয়ীদের পুরস্কৃত করার কথা।

ফারুক আহমেদ বললেন, ‘‘বিসিবি থেকে পুরস্কৃত করা হবে (সাফজয়ী নারী দলকে)। তাদেরকে কিছুটা পুরস্কৃত করতে পারব ভেবে আমি খুশি। পরপর দুইবার তারা আমাদের গর্বিত করেছে।”

দুই বছর আগে সাফ জেতা নারী দলকে ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার দিয়েছিল বিসিবি। এবার কি পরিমাণটা বাড়বে?

 ফারুক আহমেদ জানালেন, ‘‘পরিমাণটা, দেখি। সব কথা (হাসতে হাসতে) আমি একা বলে দিলে অন্য পরিচালকরা রাগ করতে পারে। তবে হ্যাঁ, ভালো একটা পরিমাণ দেওয়া হবে। আমরা যতটুকু পারি।”

এরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে পুরস্কার হিসেবে ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেয় বিসিবি। সেখানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ পুরো দলকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘‘‘আমাদের নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে যা করেছে, আমরা গর্বিত। পুরো ক্রীড়াঙ্গনের এ সাফল্য উদযাপনে বিসিবিও যোগ দিচ্ছে। তাদের এই জয় অন্য সব খেলার খেলোয়াড়দের এবং বাংলাদেশের মেয়েদের অনুপ্রেরণা জোগাবে। আমরাও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল বিভাগকে অভিনন্দন জানাই।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত