Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

হাইকোর্টের রুল জারিকে ফারুক বললেন ‘আংশিক বিজয়’

farook
[publishpress_authors_box]

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে ফারুক আহমেদকে সরানোর সিদ্ধান্ত কেন অবৈধ নয়, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। সভাপতির পদ থেকে ফারুক আহমেদের অপসারণ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে করা হয়েছে রুল জারি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-সহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে চার সপ্তাহের মধ্যে।

মঙ্গলবার (৩ জুন) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিসিবির কার্যক্রম চালিয়ে নেওয়ার আদেশও এসেছে।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার মাহিন এম রহমান, ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এই রুল জারির পর নিজের সন্তুষ্টি জানিয়েছেন ফারুক আহমেদ। তবে বিষয়টি বিচারাধীন বলে খুব বেশি কথা বাড়াননি তিনি। গণমাধ্যমে বলেছেন, ‘‘এটা আমার আংশিক বিজয়’’। তাকে নতুন সরকারই করেছিল বিসিবি সভাপতি, সেই সরকারই ৯ মাস না যেতেই সরিয়ে দিল কেন?

এটাকে ফারক দেখছেন ফ্যাসিস্ট সরকাররের দোসরদের কাজ হিসেবে, ‘‘আমার মনে হয়, যে কজন পরিচালক ছিলেন তারা আমাকে সভাপতি হিসেবে নিতে পারছিলেন না। আগের বোর্ডের প্রেসিডেন্টের পাশাপাশি খুবই প্রভাবশালী পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের সঙ্গে কাজ করেছেন তারা। এ জাতীয় লোকদের আমরা এখন ফ্যাসিস্টের দোসর বলা হয়। তারা আগে বোর্ডের সবকিছু অনুমোদন করেছেন, কোনো কিছুতে প্রতিবাদ করেননি। আমি কখনোই বলিনি সভাপতি হতে চাই। আমাকে তারা নিয়ে এসে ৯ মাস পর আবার বললেন চলে যান আপনি! অথচ যে ফ্যাসিস্ট দোসরদের মাঝে আমাকে বসানো হলো, ওনারা সবাই আছেন এখনও।’’

গত ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফারুকের মনোনয়ন বাতিল করে। ৩০ মে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ। এই দুই সিদ্ধান্তের বৈধতা নিয়ে রিট করেছিলেন ফারুক আহমেদ।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত