বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে কদর আফগানিস্তান ক্রিকেটারদের। তাই ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে নিজেদের না রাখতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) অনুরোধ করেছিলেন মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও নাভিন উল হক।
ক্রিকেটারদের এমন সিদ্ধান্তে খেপেছিল এসিবি। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মুজিব, ফারুকি ও নাভিনকে ফ্র্যাঞ্চাইজি লিগে নিষেধাজ্ঞায় দেয় তারা। এজন্য বিগ ব্যাশে খেলা হয়নি মুজিবের। খেলোয়াড়রা বুঝতে পারে নিজেদের ভুল। বোর্ডও কঠোর শাস্তি থেকে সরে এসে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিয়েছে তাদের।
এই মুক্তির মূল্যও দিতে হবে তিন ক্রিকেটারকে। মাসিক বেতন কিংবা ম্যাচ ফি থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা কাটা যাবে তাদের। লিখিতভাবে চূড়ান্ত সতর্কবার্তাও পাঠানো হবে । পর্যবেক্ষণ করা হবে তাদের পারফরম্যান্স ও শৃঙ্খলা। এরপর এই খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করা নিয়ে ভাববে এসিবি।
এসিবি চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ জানিয়েছেন, ‘‘ক্রিকেটাররা দলের সাফল্যে অবদান রেখেছে। এই জাতিকে প্রতিনিধিত্ব করেছে সর্বোচ্চ মূল্যবোধের সঙ্গে। তাই তাদের একটা সুযোগ দিয়েছে বোর্ড।’’