Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

বড়পর্দায় ফারুকীর এইট ফর্টি: ডেমোক্রেসি প্রাইভেট লি.

faroqui-movie-840
[publishpress_authors_box]

চলচ্চিত্র হিসেবে বড়পর্দায় মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘এইট ফর্টি: ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। সম্প্রতি চলচ্চিত্রটি সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র সনদ পায়।

নতুন খবর হচ্ছে, আগামী ১৩ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পাচ্ছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ফারুকী খবরটি জানিয়েছেন।

২০০৭–০৮ সালে বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিগুলো স্যাটায়ার করে ধারাবাহিক ‘ফোর টোয়েন্টি’ নির্মাণ করে চারিদিকে যেন দারুণ আলোচনা সৃষ্টি করেছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। প্রায় ১৬ বছর পর আসতে চলেছে সেই ‘ফোর টোয়েন্টি’ এর ডাবল-আপ ‘এইট ফর্টি: ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’।

৭ ডিসেম্বর ট্রেলার প্রকাশের পর ৮ ডিসেম্বর প্রকাশিত হলো চলচ্চিত্রটির পোস্টার। ট্রেইলার রিলিজের পর পরই বিনোদন আঙিনা ও সামাজিক মাধ্যমে নানা বিশ্লেষণ ও আলোচনা শুরু হয়েছে। বেশ কিছু দৃশ্য দেখা মিলেছে- গুণী অভিনেতা নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম সহ বিভিন্ন পরিচিত মুখের।

ফারুকী জানিয়েছেন-প্রায় ১ বছর আগে নওগাঁ-রাজশাহীতে ‘৮৪০’ শুটিং করা হয়! তাহলে বাস্তবতার সঙ্গে এত মিল-ই পাওয়া যাচ্ছে কেন? সবই কী কাকতাল? গল্পের কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করা নাসির উদ্দিন খানকে একটি ডায়ালগে বলতে শোনা যায়, এত উন্নয়ন করসি, তবু একটা মানুষ আমাকে ভালোবাসলো না ক্যান?

২ ঘন্টা ৩৯ মিনিটের চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা। সহপ্রযোজনায় ছিলেন, ফরিদুর রেজা সাগর। মোস্তফা সরয়ার ফারুকীর সাথে এটি সহপরিচালনা করছেন গোলাম কিবরিয়া ফারুকী। মোস্তফা সরয়ার ফারুকীর ছবিয়ালকে এটি নির্মাণ করতে সহযোগিতা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। নতুন এ নির্মাণ সিনেমা হল ছাড়াও দেখা যাবে টেলিভিশন ও ওটিটি প্লাটফর্মে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত