Beta
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

আসছে সরওয়ার ফারুকীর ফোর টোয়েন্টির সিক্যুয়েল ‘এইট ফোর্টি’

faroo
[publishpress_authors_box]

মোস্তফা সরয়ার ফারুকীর রাজনৈতিক বিদ্রুপাত্মক টিভি ধারাবাহিক নাটক ফোর টোয়েন্টি বা ৪২০। ২০০৭ সালে মুক্তি পাওয়া ধারাবাহিক নাটকটি এখনও তুমুল জনপ্রিয়। ২০২৩ সালে ফারুকী ঘোষণা দিয়েছিলেন সিরিয়ালটির সিক্যুয়েল তৈরি করবেন তিনি। সেই অনুযায়ী গতবছর শুটিংও করেছেন। এবার মুক্তির পালা।

ঘোষণাটি দিলেন ফারুকী নিজেই। পাশাপাশি নামটিও প্রকাশ করলেন।

বৃহস্পতিবার ছোট একটি টিজার ট্রেইলার ফেইসবুকে রিল আকারে প্রকাশ করে ফারুকী জানালেন, ফোর টুয়েন্টি বা ৪২০ এবার আসছে ডাবল আপ হয়ে অর্থাৎ ‘এইট ফর্টি’ বা ৮৪০ নামে।

রিলের ক্যাপশনে ফারুকী লিখেন, “বাংলাদেশ পলেটিক্যাল স্যাটায়ারের উর্বরভূমী। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছুকে ছাড়িয়ে নিয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’ এর ডাবল আপ ‘৮৪০’।”

ফারুকী জানান, রাজশাহী ও নওগাঁতে সিরিয়ালটির শুটিং হয়েছে।

বর্তমানে নির্মাতা ফারুকী অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত