Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

মাত্র ৯ মাসেই বাজল ফারুকের বিদায় ঘণ্টা

faruk
[publishpress_authors_box]

মাত্র ৯ মাসেই ক্রিকেট বোর্ড প্রধানের পদ ছাড়তে হচ্ছে ফারুক আহমেদকে। জাতীয় ক্রীড়া পরিষদ যেভাবে তাকে আদর করে এই পদে বসিয়েছিল, সেই তারাই এখন নানা অব্যবস্থাপনার দায় চাপিয়ে তার সরে যাওয়ার রাস্তা তৈরি করেছে। 

২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। অর্থাৎ তার বিসিবিতে থাকার কোনও সুযোগ নেই।

গত বছর ২১ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পা রাখেন ফারুক আহমেদ। সেদিনই তিনি হয়েছিলেন ক্রিকেট বোর্ডের সভাপতি। এনএসসি তাদের মনোনীত আগের দুই পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববিকে বিদায় দিয়ে নিয়েছিল ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিমকে। মাত্র ৯ মাসে ফারুক অপ্রিয় হলেও ফাহিম আছেন ক্রীড়া উপদেষ্টার আস্থাভাজন হিসাবেই। 

নতুন সভাপতি হিসেবে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের নামও ইতোমধ্যে চাউর হয়েছে চারদিকে। বুলবুলও বিসিবির দায়িত্ব নেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমে। শুক্রবারই নতুন সভাপতির দায়িত্ব নিতে পারেন তিনি। জাতীয় ক্রীড়া পরিষদ আজ তাকে কাউন্সিলরও করেছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি নিশ্চিত করেছেন, শেখ হামিম হাসানের পরিবর্তে আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর মনোনয়ন করাটা।

বুধবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাসভবনে আলোচনায় বসেছিলেন ফারুক আহমেদ। সেই আলাপেই তাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল এনএসসির অনাস্থার বিষয়টি। কিন্তু ফারুক বিসিবি প্রধানের পদ ছাড়তে নারাজ।

তবে ছাড়ানোর কিছু প্রক্রিয়া হিসাবে বৃহস্পতিবার ফারুকের বিরুদ্ধে অনাস্থা এনে বিসিবির ৮ পরিচালক এনএসসি বরাবর একটি চিঠি দেয়। এরপর আসলে ওই পদ আঁকড়ে থাকা কঠিন তার পক্ষে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ সকাল সন্ধ্যাকে জানিয়েছেন, “বিসিবি অনেকের রুটি-রুজির জায়গায়, ১৫-২০ বছর ধরে আছে। কিন্তু আমার জন্য তো ব্যাপারটা এমন না। আমি এখানে ক্রিকেটকে ভালোবেসে এসেছি। সবার জন্য তো আর ভালোবাসার জায়গা না। এখন ভালোবাসার জায়গা, ভালো কাজ করতে চাই। যদি করতে না দেয়, কি করবো আমি।”

বোর্ড প্রধান ফারুকের ওপর এনএসসির অনাস্থার শুরু বিপিএল থেকে। বিপিএলের টিকিট বিক্রি, দল বাছাই ও পারিশ্রমিক ইস্যুতে অব্যবস্থাপনার তদন্ত করেছে এনএসসি। সেখানে সব দায় চাপানো হয়েছে বোর্ড প্রধানের ওপর।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত