ভারতের বিপক্ষে সিরিজ খেলতে ১৫ সেপ্টেম্বর দেশটিতে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগেই এ সিরিজের দুটি ম্যাচে ভন্ডুল করে দেওয়ার হুমকি দিয়েছিল হিন্দু মহাসভা নামের একটি ভারতীয় ধর্মীয় সংগঠন।
ওই হামলার হুমকি আমলে নিয়ে বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড সেক্রেটারি জয় শাহকে ফোন দিয়েছিলেন বিসিবি প্রধান ফারুক আহমেদ। ওই দুই ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জয় শাহ।
কানপুর ও গোয়ালিয়র এ দুই ভেন্যুর ম্যাচ নষ্ট করার হুমকি দেওয়া হয়। প্রথমটিতে বাংলাদেশ–ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলবে। আর গোয়ালিয়রে হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে।
এ দুই ম্যাচে মাঠে গড়াতে দেবে না বলে জানিয়েছিল ধর্মীয় সংগঠনটি। ওই হুমকির পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে এই ইস্যুতে আলোচনা করার কথা সকাল সন্ধ্যাকে জানিয়েছিলেন বিসিবি প্রধান।
বৃহস্পতিবার এ ব্যাপারে জয় শাহয়ের সঙ্গে কথাও হয়েছে তার। এরপর বাংলাদেশ দলের সফর নিয়ে কিছুটা নিশ্চিন্ত হয়েছেন ফারুক আহমেদ। সকাল সন্ধ্যাকে জানিয়েছেন, “আমার জয় শাহয়ের সঙ্গে ফোনে কথা হয়েছে। উনাকে হিন্দু মহাসভা সংগঠনের হুমকির বিষয়টি জানিয়েছি। উনিও শুনেছেন। উনি আশ্বস্ত করেছেন যে ওই দুই ম্যাচে বাংলাদেশ দলকে টপ সিকিউরিটি দেওয়া হবে। উনি যেহেতু এখন আইসিসি চেয়ারম্যান তাই এ ব্যাপারে আর সমস্যা হওয়ার কথা না।”
সিরিজের প্রথম টেস্ট হবে ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে হবে দ্বিতীয় টেস্ট। ৬, ৯ ও ১২ অক্টোবর গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে হবে তিনটি টি-টোয়েন্টি।
শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা চালানো হয়েছে বলে অভিযোগ করে সংগঠনটি। এর প্রতিবাদে কানপুর ও গোয়ালিয়রে দুটি ভেন্যুতে বাংলাদেশের খেলা হতে দেবে না বলে হুমকি দেয় তারা। খেলা বাতিল না করলে পিচ কুপিয়ে নষ্ট করবেন বলে জানিয়েছিলেন সংগঠনটির সহসভাপতি জাভিয়ের ভরদ্বাজ।