Beta
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

ফারুক বললেন তামিম এখনও ক্রিকেটার

বাংলাদেশ ক্রিকেটার্স
[publishpress_authors_box]

খালেদ মাহমুদ সুজন বিসিবি বোর্ড পরিচালক হিসেবে পদত্যাগ করার পরদিন মিরপুরে উপস্থিত তামিম ইকবাল। দেখা করলেন সভাপতি ফারুক আহমেদের সঙ্গে। মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের নিয়ে ফারুকের সঙ্গে আলোচনাও করেছেন।

এরপর থেকে সংবাদ মাধ্যমে প্রশ্ন তামিম কি তাহলে বোর্ড পরিচালক হচ্ছেন? খালেদ মাহমুদের জায়গায় গঠনতন্ত্রের সাবেক ক্রিকেটার কোটায় বোর্ডে আসবেন? শনিবার সেই প্রশ্নের উত্তর দিয়ে ছিলেন ফারুক। বিসিবি প্রধান জানিয়েছেন তামিম এখনও ক্রিকেটারই আছেন। পাল্টা প্রশ্ন করে জানতে চাইলেন , “অবসর নিয়েছে নাকি ও?”

তামিম বোর্ডে সামনের ক্রিকেট মৌসুম যেন ঠিকঠাক হয় সে ব্যাপারে কথা বলতে এসেছিলেন বলে জানিয়েছেন ফারুক, “তামিম এসছিল, আপনারা জানেন আমি সভাপতি হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে বসতে পারি নাই। ওরা এসেছিল আমার সঙ্গে দেখা করার জন্য। যেহেতু এখন কঠিন সময়। তো বিপিএল, লিগগুলো কিভাবে হবে ওসব নিয়ে ওদের কিছু প্রস্তাবনা ছিল ওগুলো নিয়ে আলোচনা করেছি।”

তামিম-মুশফিক-মাহমুদউল্লাহদের পক্ষ থেকে প্রস্তাব ছিল প্রয়োজনে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে তাদের পারিশ্রমিক কমিয়ে হলেও এই সময়ে টুর্নামেন্ট আয়োজন করা হোক। তবুও দেশের আলোচিত ক্রিকেট টুর্নামেন্টকে মাঠে দেখতে চান ক্রিকেটাররা। অবশ্য এ ব্যাপারে বিসিবি কোন সিদ্ধান্ত নেয়নি।

শনিাবর পাকিস্তান সিরিজ জয়ে ক্রিকেটারদের অর্থ পুরস্কার দেওয়ার দিনে তামিমকে নিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন ফারুক। এই ওপেনারকে এখনও ক্রিকেটার হিসেবেই দেখছেন তিনি। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে সিস্টেমের পরিবর্তন করার ইচ্ছা প্রকাশ করেছেন।

ফারুক বলেছেন, “কাজ করার সুযোগ অনেক জায়গাতে আছে। বিশেষ করে কোচ, মাঠ, আম্পায়ারের দিকে মূল নজর দিব। এসব জায়গায় ফোকাস কম। মাঠ ভালো হলে ক্রিকেটারদের ভালো খেলা দেখা যায়। আম্পায়ারের একটা সিদ্ধান্তের জন্য ভালো ক্রিকেটার ব্যাকফুটে চলে যায়। আর ভালো কিউরেটর। এসব জায়গায় নজর দিলে তাহলে ওই জায়গা থেকে তিন-পাঁচ বছর বলব না, তবে সিস্টেম চালু হলে বাংলাদেশ ক্রিকেট উন্নতি করবে।”

পাশাপাশি বাংলাদেশ দলকে টেস্টেও নিয়মিত পারফরম করতে দেখার ইচ্ছা বিসিবি প্রধানের। যেমনটা বাংলাদেশ এখন ওয়ানডেতে দেখিয়ে আসছে। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত