Beta
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

বঙ্গভবনে মঙ্গলবার ফারুক-ই-আজমকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বঙ্গভবনে মঙ্গলবার ফারুক-ই-আজমকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক। এর মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর শূন্যতা পূরণে গঠিত অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টারই শপথগ্রহণ সম্পন্ন হলো।         

বাসস জানিয়েছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে বঙ্গভবনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে ফারুক-ই-আজমকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

পরে তাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন হয়।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেদিনই অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এরপর বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। এই সরকারে তার সঙ্গে উপদেষ্টা হিসেবে রয়েছেন আরও ১৬ জন।

উপদেষ্টাদের মধ্যে ১৩ জন সেদিন প্রধান উপদেষ্টার সঙ্গে শপথ নেন। তারা হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, সাবেক অ্যাটর্নি জেনারেল ও সাবেক উপদেষ্টা এ এফ হাসান আরিফ, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ও অধিকারকর্মী আদিলুর রহমান খান শুভ্র।

উপদেষ্টা হিসেবে আরও শপথ নেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, উবিনীগের ফরিদা আক্তার, ব্রতীর শারমিন মুরশিদ, গ্রামীণ ব্যাংকের নূরজাহান বেগম, হেফাজতে ইসলামের নেতা আ ফ ম খালিদ হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ছাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম ঢাকায় না থাকায় সেদিন শপথ নিতে পারেননি।       

দুদিন পর রবিবার বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমাকে শপথ পড়ান রাষ্ট্রপতি। সেদিন একই সময়ে শপথ নেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।    

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত