Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

প্রয়াত বাবার জন্মদিনে আবেগি রোনালদো

r2
[publishpress_authors_box]

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল ক্রিস্তিয়ানো রোনালদোর। পেশাদার ক্যারিয়ারে প্রথম খেলোয়াড় হিসেবে করেছেন ৯০০ গোল। পাঁচটি ব্যালন ডি’অর জয়ী রোনালদোর কিংবদন্তি হওয়াটা দেখে যেতে পারেননি তার বাবা।

রোনালদোর বাবা হোসে দিনিস অ্যাভেইরো মারা যান ২০০৫ সালে। এর দুই বছর আগে রোনালদো এসেছিলেন ম্যানইউতে। সোমবার ছিল রোনালদোর বাবার জন্মদিন। সেদিনই এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট গ্রুপে আল নাসর ২-১ গোলে জিতেছে আল রায়য়ানের বিপক্ষে।

আল নাসরের হয়ে একটি করে গোল সাদিও মানে ও ক্রিস্তিয়ানো রোনালদোর। ৭৮ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলের পর আবেগি হয়ে পড়েছিলেন রোনালদো। উদযাপনটা করেছেন আকাশের দিকে দুই হাত উঁচিয়ে।

ম্যাচ শেষে এর ব্যাখ্যায় রোনালদো জানালেন, ‘‘এই গোলটা অন্যরকম। আজ যদি বাবা বেঁচে থাকতেন, আজ তার জন্মদিন।’’

এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে ভাইরাস আক্রান্ত হওয়ায় খেলতে পারেননি রোনালদো। ইরাকের আল সরতার সঙ্গে আল নাসর ড্র করেছিল ১-১ গোলে।

ফিরেই জয়ের নায়ক রোনালদো। জয়ের পর তিনি স্মরণ করিয়ে দিলেন বাস্তবতাটা, ‘‘কঠিন ম্যাচ ছিল এটা। এজন্য প্রস্তুতি ছিল আমাদের। ফুটবল উপভোগ করছি আমি, আর জানি মাঠে হয়ত থাকতে পারব না খুব বেশি দিন (বয়সের জন্য)।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত