Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

রশিদ-ফারুকিকে ছাড়া পারল না আফগানরা

৬৯* রানের ইনিংসে প্রোটিয়াদের জেতান মারক্রাম। ছবি : এক্স
৬৯* রানের ইনিংসে প্রোটিয়াদের জেতান মারক্রাম। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নিশ্চিত হয়েছিল আগেই। তৃতীয় ওয়ানডেতে তাই আর ঝুঁকি নেয়নি আফগানিস্তান। জন্মদিনে পাঁচ উইকেট নিয়ে দ্বিতীয় ওয়ানডে জেতানো রাশিদ খানকে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় শেষ ম্যাচে খেলায়নি তারা। বিশ্রাম দেওয়া হয়েছিল প্রথম ম্যাচের নায়ক বাঁহাতি পেসার ফজল হক ফারুকিকেও।

রশিদ-ফারুকি ছাড়া প্রোটিয়াদের সঙ্গে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ৭ উইকেটে হেরেছে আফগানিস্তান। নিরপেক্ষ ভেন্যু শারজায় শুরুতে ব্যাট করে ১৬৯ রানে অলআউট হয়েছিল আফগানরা। জবাবে ১০২ বল হাতে রেখে সহজ জয় টেম্বা বাভুমার দলের।

ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন রহমানউল্লাহ গুরবাজ।

আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ৯৪ বলে খেলেছিলেন ৮৯ রানের ইনিংস। এছাড়া অন্যরা করতে পারেননি তেমন কিছু। প্রথম ৯ ব্যাটারে মধ্যে অধিনায়ক হাসমতউল্লাহ শহীদির ১০ রান ছিল গুরবাজের পর সর্বোচ্চ।

শেষ দিকে ১৫ বলে ৩১ করেছিলেন গাজানফার। এনগিডি, পিটার ও ফেলুকোয়াইয়ো নেন ২টি করে উইকেট।

জবাবে এইডেন মারক্রামের ৬৭ বলে ৬৯* আর ট্রিস্টান স্টাবসের ৪২ বলে ২৬*-এ সহজ জয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। তবে ৮৯ রানের ইনিংসে ম্যাচ সেরা হন গুরবাজ। ম্যান অব দ্য সিারিজও হয়েছেন তিনি। সিরিজ জুড়ে গুরবাজ করেছেন ১৯৪ রান।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত