Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

পাঁচ বছরে রেকর্ড তাপমাত্রার শঙ্কা, বাড়তে পারে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ

weather
[publishpress_authors_box]

বৈশ্বিক তাপমাত্রা আগামী পাঁচ বছরে নতুন রেকর্ড বা রেকর্ডের কাছাকাছি পৌঁছাতে পারে। এর ফলে আরও মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়বে, বিশ্বের দুইটি শীর্ষ আবহাওয়া সংস্থার বার্ষিক প্রতিবেদনে এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) ও যুক্তরাজ্যের মেট অফিস এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী পাঁচ বছরে বৈশ্বিক গড় উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা এখন ৭০ শতাংশ।

পৃথিবীর উষ্ণায়ন বৃদ্ধি পরিমাপ করা হয় ১৮৫০ থেকে ১৯০০ সাল পর্যন্ত ভূত্বকের গড় উষ্ণতাকে ভিত্তি ধরে। ওই সময়ে ভূত্বকের গড় তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

২০১৫ সালে প্যারিস চুক্তিতে বিশ্বনেতারা সম্মত হয়েছিলেন, দীর্ঘমেয়াদে বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার সর্বাত্মক চেষ্টা করা হবে। জলবায়ু বিপর্যয় রোধে বিজ্ঞানীরা এই সীমা নির্ধারণ করেছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, তাপমাত্রা দেড় ডিগ্রি সেলসিয়াসের বেশি বৃদ্ধি পেলে প্রকৃতিতে তা মারাত্মক প্রভাব ফেলবে। এর মধ্যে জলবায়ু ব্যবস্থার ‘টিপিং পয়েন্ট’ ছাড়িয়ে যাওয়ার ঝুঁকিও রয়েছে।

বিজ্ঞানীরা সতর্ক করেছেন, বরফ সমুদ্র ও হিমবাহ গলে যাওয়ার ধারা এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেখান থেকে আর আগের অবস্থায় ফেরা সম্ভব হবে না। এতে করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার মতো ভয়াবহ পরিণতির মুখে পড়তে পারে বিশ্ব।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে অন্তত এক বছর রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ। এমনকি প্রথমবারের মতো এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে যে, এই পাঁচ বছরের মধ্যে কোনও এক বছরে গড় তাপমাত্রা কমপক্ষে ২ ডিগ্রি বেশি হবে। এটি মানবজাতি ব্যাপক পরিমাণে বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানি পোড়ানো শুরু করার আগের যুগের তুলনায় বেশি।

যদিও পূর্বাভাসে বলা হয়েছে, এমন সম্ভাবনা মাত্র ১ শতাংশ। কিন্তু ‘শূন্য নয়’ এমন সম্ভাবনাও বেশ গুরুত্ব বহন করে। কারণ এতে দূর থেকেই বোঝা যায় গত দশকে ১ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা কতটা বেড়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার ডেপুটি সেক্রেটারি জেনারেল কো বারেট্ট বলেছেন, “আমরা সম্প্রতি ইতিহাসের দশটি সবচেয়ে উষ্ণ বছর দেখেছি। দুর্ভাগ্যবশত, ডব্লিউএমওর প্রতিবেদনে আগামী বছরগুলোয় তা কমার কোনও ইঙ্গিত নেই। এর অর্থ আমাদের অর্থনীতি, দৈনন্দিন জীবন, বাস্তুতন্ত্র এবং আমাদের পৃথিবীর ওপর নেতিবাচক প্রভাব বাড়বে।”

১ দশমিক ৫ ডিগ্রি উষ্ণায়ন বিশ্বকে প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যমাত্রা থেকে আর এক ধাপ দূরে নিয়ে যাবে। এই চুক্তিটি বিশেষ করে নিচুভূমির ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর টিকে থাকার জন্য অপরিহার্য হিসেবে বিবেচিত হয়। এই চুক্তিতে দীর্ঘমেয়াদে উষ্ণায়ন ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে সীমাবদ্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। যদিও মাত্র এক বছর এই সীমা ছাড়িয়ে গেলেও চুক্তির লক্ষ্য ভঙ্গ হবে না।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, উত্তর মেরু অঞ্চলে উষ্ণায়নের গতি সারাবিশ্বের গড়ের তুলনায় ৩ দশমিক ৫ গুণ বেশি হবে, বিশেষ করে শীতকালে। বিশ্বের উষ্ণতা প্রতিটি দশমিক ডিগ্রি বাড়ার ফলে বরফ গলে যাওয়া এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ছাড়াও বাড়ার ফলে তীব্র তাপপ্রবাহ এবং ভারী বৃষ্টিপাতের মতো প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও মাত্রা বাড়বে।

২০২৪ সাল ছিল এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার বছর। সেবার প্রথমবারের মতো তাপমাত্রা প্যারিস চুক্তির ১ দশমিক ৫ ডিগ্রি সীমা অতিক্রম করেছিল।

গত পাঁচ বছরে বিশ্বজুড়ে মারাত্বক প্রাকৃতিক দুর্যোগগের তীব্রতা বৃদ্ধি পেতে দেখা গেছে। যেমন অতিরিক্ত তাপপ্রবাহ, প্রাণহানিকর বন্যা এবং হেলেনের মতো হারিকেনের পরিমাণ বেড়েছে।

ডব্লিউএমও এবং মেট অফিসের প্রতিবেদন ১৫টি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের পরিচালিত ২০০টিরও বেশি কম্পিউটার মডেলের পূর্বাভাসের উপর ভিত্তি করে তৈরি। গত পাঁচ বছর ধরে তাদের দেওয়া পূর্বাভাস বেশ সঠিক প্রমাণিত হয়েছে। যদিও আঞ্চলিক স্তরে তাদের পূর্বাভাসের নির্ভুলতা কিছুটা কম দেখা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত