বার্সেলোনায় শেষ হয়েছে জাভি এর্নান্দেস অধ্যায়। নতুন কোচ হান্সি ফ্লিকের হাত ধরে এবার নতুন ভাবে শুরু করবে কাতালানরা। সেই পথচলায় থাকা হচ্ছে না জোয়াও ফেলিক্স, জোয়াও কানসালো আর মার্কো আলোনসোর।
দুই পর্তুগিজ ফেলিক্স ও কানসালো অবশ্য ধারে খেলছিলেন বার্সায়। বেনফিকা থেকে ফেলিক্সকে ১২৬ মিলিয়ন ইউরোয় কিনেছিল আতলেতিকো মাদ্রিদ। কিন্তু নিজেকে মেলে ধরতে না পারায় হয়ে পড়েন গলার কাঁটা। তাকে ধারে পাঠানো হয় চেলসিতে। এরপর চেলসি থেকে ফেলিক্স এক মৌসুমের জন্য আসেন বার্সায়। সেই মেয়াদ আজ শেষ হওয়ায় ফেলিক্সকে ছেড়ে দিল বার্সা।
কানসালো দুই মৌসুমের জন্য ম্যানচেস্টার সিটি থেকে ধারে গিয়েছিলেন বায়ার্ন মিউনিখে। সেখানে এক মৌসুম খেলার পর এক মৌসুমের জন্য আসেন বার্সায়। ৩০ বছরের এই ফুলব্যাককে রাখতে হলে কিনতে হতো ৭০ মিলিয়ন ইউরো দিয়ে। বার্সা সেটা চায়নি। তাই মেয়াদ শেষে এই পর্তুগিজকেও ছেড়ে দিল তারা।
রিয়াল ও বার্সেলোনায় খেলা হাতে গোনা কজন খেলোয়াড়ের অন্যতম মার্কো আলোনসো। ২০২২ সালে এই সেন্টারব্যাক চেলসি থেকে আসেন বার্সায়। তার সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়াল না কাতালানরা। চুক্তি শেষ হয়েছে সার্জি রবার্তোর সঙ্গেও। তবে নতুন চুক্তির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে তাকে।