Beta
বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

ছয়দিন পর মিলল রজনীগন্ধার ইঞ্জিনচালকের লাশ

ফেরি
রজনীগন্ধা ফেরিডুবির পর চলছে উদ্ধার অভিযান। ছবি: সকাল সন্ধ্যা
Picture of আঞ্চলিক প্রতিবেদক, ফরিদপুর

আঞ্চলিক প্রতিবেদক, ফরিদপুর

[publishpress_authors_box]

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে ডুবে যাওয়ার ছয়দিন পর রজনীগন্ধা ফেরির ইঞ্জিনচালক হুমায়ুন কবিরের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) বিকালে ফেরিডুবির ঘটনাস্থল থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

পাটুরিয়ায় ফেরিটি কেন ডুবল

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, বাহাদুরপুরে পদ্মায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে লাশটি উদ্ধার করেন।

তিনি বলেন, “দুর্ঘটনার পর থেকেই হুমায়ুর কবির নিখোঁজ ছিলেন। পদ্মায় লাশ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা এসে সেটি শনাক্ত করেন।”

রজনীগন্ধা ফেরির ইঞ্জিন চালক হুমায়ুর কবির

ষষ্ঠ দিনের অভিযানে সোমবার উদ্ধার হয়েছে আরও একটি ট্রাক। এই অভিযানে অংশ নেয় নারায়ণগঞ্জ থেকে আসা ঝিনাই-১ নামের একটি স্ক্যানার জাহাজ। নদীর তলদেশে ডুবে যাওয়া ফেরিটির অবস্থান নির্ণয়ে সহায়তা করবে এই জাহাজ।

এছাড়াও কাজ করছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়, হামজা ও রুস্তম। অভিযানে সহায়তা করছেন বিআইডব্লিউটিএ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত পাঁচটি ট্রাক ও কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে।

পাঁচ দিনেও উদ্ধার হয়নি ফেরি রজনীগন্ধা, অভিযান চলছে

গত মঙ্গলবার মধ্যরাতে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে ইউটিলিটি (ছোট) ফেরি রজনীগন্ধা। পরে ঘনকুয়াশায় মাঝ নদীতে আটকে থাকে। কুয়াশা কেটে গেলে পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটের কাছে নোঙর করা অবস্থায় বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে ৯টি ট্রাক-কাভার্ড ভ্যানসহ ডুবে যায় ফেরিটি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত